হোম > অপরাধ > ঢাকা

জাপানি দুই শিশু মায়ের জিম্মায় থাকবে, বাবার আপিল খারিজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাপানি শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনাকে তাদের মা নাকানো এরিকোর জিম্মায় দেওয়ার বিরুদ্ধে বাবা ইমরান শরীফের আপিল খারিজ করে দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার জেলা ও দায়রা জজ এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়া আপিলের রায় ঘোষণা করেন। 

এরিকোর আইনজীবী শিশির মনির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, আপিল খারিজের কারণে পারিবারিক আদালতের রায় বহাল থাকল। অর্থাৎ জাপানি দুই শিশু তাদের মায়ের জিম্মায় থাকবে।

গত ১১ জুলাই আপিলের শুনানির দিন ধার্য ছিল। ওই দিন শিশুদের বাবা ইমরান শরীফের আইনজীবী নুরুল ইসলাম মিলন শুনানির জন্য সময়ের আবেদন করেন। তিনি আদালতকে বলেন, মামলাটি অন্য কোনো আদালতে স্থানান্তরের জন্য হাইকোর্টে করা আবেদন শুনানি জন্য অপেক্ষায় রয়েছে। এমতাবস্থায় আপিলের শুনানি স্থগিত রাখা হোক। আদালত সময়ের আবেদন নামঞ্জুর করেন। তখন আরেকটি আবেদন দাখিল করেন ইমরান শরীফের আইনজীবী। ওই আবেদনে বলা হয়, এই আদেশের বিরুদ্ধেও তারা হাইকোর্টে আবেদন করবেন। পরে আদালত রায়ের জন্য দিন ধার্য করেন।

এর আগে আপিল শুনানির সময় গত ২ মার্চ আদালত উভয় পক্ষকে সমঝোতার তাগিদ দেন। এরপর ইমরান শরীফ এই আদালত থেকে অন্য আদালতে মামলা বদলির জন্য হাইকোর্টে আবেদন করেন।

এর আগে গত ১ ফেব্রুয়ারি ঢাকার পারিবারিক আদালত-১২–এর রায়ের বিরুদ্ধে আপিল দায়ের করা হয়।

গত ২৯ জানুয়ারি পারিবারিক আদালতের বিচারক দুরদানা রহমান মায়ের জিম্মায় দুই শিশু থাকবে বলে রায় দেন। পরদিন শিশুদের মায়ের জিম্মায় দেওয়ার জন্য ডিক্রি দেন।

২০২১ সালের ফেব্রুয়ারিতে দুই মেয়েকে সঙ্গে নিয়ে এরিকো নাকানোর স্বামী ইমরান জাপান থেকে বাংলাদেশে আসেন। এরপর মেয়েদের অভিভাবক দাবি করে ঢাকার পারিবারিক আদালতে মামলা করেন। একই বছরের ১৮ জুলাই বাংলাদেশে আসেন এরিকো। মেয়েদের ফিরে পেতে ১৯ আগস্ট হাইকোর্টে রিট আবেদন করেন তিনি। পরে আদালতের নির্দেশে শিশু দুটিকে তেজগাঁওয়ে পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয় কিছুদিন। সব পক্ষের শুনানি নিয়ে ৩১ আগস্ট হাইকোর্ট গুলশানের ফ্ল্যাটে মায়ের হেফাজতে শিশুদের রাখার আদেশ দেন। কিন্তু এই দেশেই সন্তানদের নিয়ে থাকতে হবে বলে হাইকোর্ট বলেন। 

ইমরান শরীফ আদালতকে জানান স্ত্রীর সঙ্গে ডিভোর্স হয়ে যাওয়ায় তিনি মেয়েদের নিয়ে বাংলাদেশে আসেন। তিনি বাংলাদেশের নাগরিক। তিনি বাংলাদেশেই বসবাস করবেন। তাঁর শিশুসন্তানদের অভিভাবক হিসেবে তিনি এই মামলা দায়ের করেছেন। যেহেতু মা ভিনদেশি তাই তিনি একমাত্র অভিভাবক। 

এই আদালতে মামলা চলাকালীন তাঁর সাবেক স্ত্রী বাংলাদেশে এসে হাইকোর্টে রিট আবেদন করেন। হাইকোর্টও মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মেয়েদের বাংলাদেশে রাখার নির্দেশ দেন। 

এ দিকে দুই সন্তান নিয়ে জাপানে পালানোর চেষ্টার অভিযোগে জাপানি নারী নাকানো এরিকোর বিরুদ্ধে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা হয় গত ২৯ ডিসেম্বর। 

ইমরান শরীফের আইনজীবী নুরুল ইসলাম মিলন আজকের পত্রিকাকে বলেন, এই আপিলের রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে যাবেন।

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়