হোম > অপরাধ > ঢাকা

টঙ্গীতে অপহরণ চক্রের ১ সদস্য গ্রেপ্তার

প্রতিনিধি

টঙ্গী: টঙ্গীতে নাদিম হায়দার (৪০) নামে অপহরণ চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার সকালে টঙ্গীর বড় দেওরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত নাদিম শরীয়তপুরের ডামুড্ডা উপজেলার তিলই গ্রামের মৃত জনাব আলীর ছেলে।

টঙ্গী পশ্চিম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. শাহ্ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, গত বুধবার রাজমিস্ত্রি আব্দুল জলিলকে (৬৫) বড়  দেওরা মন্ডল মার্কেটের সামনে থেকে অপহরণ করে নাদিম হায়দার। পরে তার পরিবারের কাছে মুক্তিপণ হিসেবে পাঁচ লক্ষ টাকা দাবি করে নাদিম হায়দার।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও বলেন, মুক্তিপণ দাবির আগেই জলিলের স্ত্রী মোসাম্মৎ মাসুদা বেগম বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন। পরে আজ শনিবার সকালে পুলিশ অভিযান চালিয়ে নাদিম  হায়দারকে গ্রেফতার করেন। এ ঘটনায় অপহরণকারী নাদিম হায়দারের সাথে যুক্ত অপর সহযোগীর নাম ও ঠিকানা সংগ্রহ করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে বলেও জানান তিনি।  

উল্লেখ্য, নাদিম হায়দার দীর্ঘদিন যাবৎ বড় দেওরা এলাকার যুবক এবং কিশোরদেরকে সাথে নিয়ে একটি গ্রুপ তৈরি করে। ওই গ্রুপটি এলাকার লোকজনদের ভয়-ভীতি দেখিয়ে চাঁদাবাজি আসছেন বলে পুলিশের কাছে অভিযোগ রয়েছে।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য