হোম > অপরাধ > ঢাকা

কাভার্ড ভ্যান আটকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি, ঢাবির তিন শিক্ষার্থী গ্রেপ্তার 

ঢাবি প্রতিনিধি

কাভার্ড ভ্যান আটকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী। টাকা দিতে অস্বীকার করলে কাভার্ড ভ্যানচালকের থেকে ১৫ হাজার টাকা ছিনিয়ে নেন তাঁরা। ছিনতাই করে দৌড়ে পালানোর সময় পুলিশ তাঁদের আটক করে। পরে আটক তিন শিক্ষার্থীকে গ্রেপ্তার দেখিয়ে কোর্টে পাঠিয়েছে পুলিশ। 

আজ সোমবার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন শাহবাগ থানার এসআই মো. ওমর ছানী নাঈম।  

গতকাল রোববার রাত তিনটার দিকে রাজধানীর পলাশীতে অবস্থিত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কেন্দ্রীয় মসজিদের সামনে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার তিন শিক্ষার্থী হলেন, থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ফজলে নাবিদ সাকিল, ম্যানেজমেন্ট বিভাগের মো. রাহাত রহমান ও সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সাদিক আহাম্মদ। তাঁরা তিনজনই ২০২১-২২ সেশনের শিক্ষার্থী। ফজলে নাবিদ সাকিল ও সাদিক আহাম্মদ ঢাবির বিজয় একাত্তর হলের গণরুমে, রাহাত রহমান চকবাজারের একটি ভাড়া বাসায় থাকেন। 

শাহবাগ থানার এসআই পত্রিকাকে বলেন, ‘তাঁরা তিনজন রাত তিনটার সময় কাভার্ড ভ্যান আটকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন, টাকা না পেয়ে ড্রাইভারের কাছে থাকা ১৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালানোর সময় চকবাজার থানা-পুলিশ তাঁদের আটক করে। সে সময় আমি ডিউটিরত ছিলাম। পরে আটক  তিনজনকে নিয়ে থানায় হাজির হই; ছিনতাইয়ের শিকার ব্যক্তি দস্যুতার মামলা দিলে আমলে নিয়ে তাঁদের কোর্টে প্রেরণ করা হয়।’ 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী আজকের পত্রিকাকে বলেন, আইনশৃঙ্খলা বাহিনী তাদের আটক করে গ্রেপ্তার দেখিয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী ও আদালত আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন। 

ভেনেজুয়েলা তেলশিল্পকে রাষ্ট্রীয়করণ করায় যুক্তরাষ্ট্রের হামলা: উদীচী

বুয়েটের নকশা করা ব্যাটারি রিকশা ঢাকার যে দুটি এলাকায় চলাচলের অনুমতি পেল

মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন তাসনিম জারা

হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিও বার্তা পরীক্ষা-নিরীক্ষা চলছে: ডিএমপি কমিশনার

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা