হোম > অপরাধ > ঢাকা

একই ফ্ল্যাটে কিশোরী ও শিশুকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৫

সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় একই ঘটনায় একটি ফ্ল্যাটে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী (১৬) ও ১২ বছরের এক শিশু। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ রোববার দুপুরে গ্রেপ্তারকৃত পাঁচজনকে আশুলিয়া থানা থেকে প্রিজন ভ্যানে আদালতে পাঠানো হয়। এর আগে ভোরে তাঁদের আশুলিয়ার ডেন্ডাবর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন, মাদারীপুরের কালকিনি থানার আলীপুর গ্রামের এনামুল হকের ছেলে রেজাউল করিম ইমন (২১), শেরপুর জেলার সদর থানার বাকের কান্দা গ্রামের ইদ্রিস আলীর ছেলে নাঈম (২০), একই গ্রামের একাব্বর আলীর ছেলে আবু বক্কর ছিদ্দিক, ব্রাক্ষ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর থানার আকানগর গ্রামের আজমল খানের ছেলে আশরাফুল (২০) ও একই গ্রামের হেলাল মিয়ার ছেলে নুর হোসেন (২০)। তারা সবাই বর্তমানে আশুলিয়া ডেন্ডাবরে বিভিন্ন বাসায় ভাড়া থাকেন। 

মামলা এজাহার সূত্রে জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর রাত ১০টার দিকে ভুক্তভোগী কিশোরী ও তার প্রতিবেশী ১২ বছরের আরেক শিশুকে নিয়ে দোকানে যায়। এ সময় অভিযুক্ত নাঈম কৌশলে তরুণীসহ ও শিশুকে পূর্ব ডেন্ডাবরে তাজুল ইসলামের মালিকানাধীন বাড়ির একটি ফ্ল্যাটে নিয়ে যান। পরে নাইম আরও চারজনকে খবর দিয়ে সেখানে নিয়ে যান।

এরপর কিশোরী ও শিশুকে শুক্রবার রাত সাড়ে ১১টা থেকে শনিবার ভোর রাত পর্যন্ত আটকে রাখেন। এর মধ্যে রেজাউল একটি কক্ষে নিয়ে শিশুটিকে ধর্ষণ করেন। অপর আরেকটি কক্ষে নাইম ও আশরাফুল তরুণীকে ধর্ষণ করেন। পরে তাদের ছেড়ে দেন। পরিবার বিষয়টি জানতে পেরে পুলিশে খবর দেয়। 

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) রাজু মন্ডল বলেন, খবর পেয়ে ভোরে ডেন্ডাবরে অভিযান চালিয়ে তাঁদের পাঁচজনকে আটক করেছি। পরে দুই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।

এ বিষয়ে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আব্দুর রাশিদ বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আলাদা দুইটি মামলা দায়ের করা হয়েছে। কিশোরীর ঘটনায় গণধর্ষণ ও শিশু মেয়ের ঘটনায় ধর্ষণের মামলা হয়েছে। দুই মামলায় গ্রেপ্তার ৫ জন আসামী। ভুক্তভোগীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

মোহাম্মদপুরে মা-মেয়ে খুন: বোরকা পরে ঢুকে স্কুলড্রেসে বেরিয়ে যান একজন, গৃহকর্মী বলে সন্দেহ

মোহাম্মদপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

অনলাইন প্ল্যাটফর্মে ২৩ শতাংশ শিশু মারাত্মক ঝুঁকিতে: গবেষণা

আমি হার্টের রোগী, রিমান্ডে নিলে অ্যাটাক হতে পারে—আদালতকে নাসার নজরুল

হাসিনার রায় নিয়ে পোস্ট: ঢাবির ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লাহ রিমান্ডে

চলে গেলেন প্রবীণ সাংবাদিক মশিউর রহমান সেলিম

সরকার উৎখাতের ষড়যন্ত্রের মামলায় সাংবাদিক শওকত মাহমুদ কারাগারে

হত্যা মামলায় নাসা গ্রুপের নজরুল তিন দিনের রিমান্ডে

ধর্ম অবমাননার অভিযোগ: তিতুমীর কলেজের শিক্ষার্থী রিমান্ডে

মোহাম্মদপুরে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, গৃহকর্মী পলাতক, দারোয়ান পুলিশ হেফাজতে