হোম > অপরাধ > ঢাকা

ইয়াবাসহ আটক কৃষি কর্মকর্তা জেলে, স্বামী রিমান্ডে

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পাঁচ হাজার ইয়াবা বড়ি উদ্ধারের মামলায় উপসহকারী কৃষি কর্মকর্তা আকলিমা আক্তারকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। একই মামলায় তাঁর স্বামী মোতাহার হোসেন সেলিমকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আজ শনিবার নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসুর রহমানের আদালত এই আদেশ দেন। একই মামলায় গাড়িচালক আজিজুল হক ও কৃষি কর্মকর্তা আকলিমাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এর আগে তিন আসামিরই সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠায় পুলিশ। পরে শুনানি শেষে আদালত একজনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান। 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার ফতেপুর ইউনিয়নের দক্ষিণপাড়া মার্কাজ মসজিদসংলগ্ন এলাকায় একটি প্রাইভেটকার থামানো হয়। পরে গাড়িতে তল্লাশি করে পাঁচ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় তিনজনকে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার গোপালদী ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা আকলিমা আক্তার (৪২), তাঁর স্বামী মোতাহার হোসেন সেলিম (৪৫) ও গাড়িচালক আজিজুল হক (৩০)।’

তবে গ্রেপ্তার হওয়া উপসহকারী কৃষি কর্মকর্তা আকলিমা আক্তার বলেন, ‘ঘটনার দিন তিনি বান্ধবীদের নিয়ে ঢাকায় গিয়েছিলেন। ফেরার পথে স্বামী সেলিম ফোন করে জানান, তিনি যাত্রাবাড়ীতে আছেন, আমি যেন তাঁকে যাওয়ার পথে গাড়িতে তুলে নিই। অভিযুক্তদের মধ্যে মোতাহার হোসেন সেলিমের বিরুদ্ধে আগেও বেশ কয়েকটি মাদকের মামলা রয়েছে।’ 

টাঙ্গাইলে দুই দিনে কুকুরের কামড়ে আহত ৪০

কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

হাদির মস্তিষ্ক ছাড়া সব অঙ্গ সক্রিয়, স্থিতিশীল হওয়ার অপেক্ষা: ইনকিলাব মঞ্চ

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বরপ্লেট উদ্ধার

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ আমলে নিল ট্রাইব্যুনাল

রাজধানীর লালবাগে প্লাস্টিক গুদামে আগুন নিয়ন্ত্রণে

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলটির প্রকৃত মালিক কে

নিরাপত্তা শঙ্কা : বেলা ২টায় যমুনা ফিউচার পার্কের ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা

হত্যা মামলায় সুব্রত বাইনের মেয়ে কারাগারে

মির্জাপুরে যুবলীগ নেতা ফেরদৌস গ্রেপ্তার