হোম > অপরাধ > ঢাকা

শর্তসাপেক্ষে জামিন পেলেন বিএনপির ১২ নেতা-কর্মী

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের মধুপুর উপজেলা বিএনপির আহ্বায়ক  জাকির হোসেন সরকারের করা মামলায় অভিযুক্ত ১২ জন বিএনপি নেতাকে শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয়েছে। আজ রোববার টাঙ্গাইলের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শুনানি শেষে তাঁদের জামিন দেন। 

জামিন প্রাপ্তরা হলেন-মধুপুর উপজেলা বিএনপির বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক  আব্দুল লতিফ পান্না, সাবেক সাংগঠনিক সম্পাদক হ‌ুমায়ূন কবীর তালুকদার, বিএনপি নেতা জয়নাল আবেদীন বাবলু, পৌর যুবদলের আহ্বায়ক  মো. মারফত হোসেন ও যুগ্ম আহ্বায়ক  মোতালেব হোসেন ফকির, বিকাশ চন্দ্র ঘোষ, রিপন সরকার, সবুজ সৈকত, মো. মোস্তফা, জাকারিয়া, আবু হানিফ ও পাপ্পু। 

মামলা সূত্রে জানা যায়, গত ১০ মার্চ মো. জাকির হোসেন সরকারকে আহ্বায়ক  ও মো. নাসির উদ্দিনকে সদস্যসচিব করে মধুপুর উপজেলা বিএনপি এবং খুররম খান ইউসুফজি প্রিন্সকে আহ্বায়ক  ও খন্দকার মোতালেব হোসেনকে সদস্যসচিব করে পৌর বিএনপির কমিটি ঘোষণা করে জেলা কমিটি। এ কমিটি ঘোষণার পরপরই মধুপুরের প্রভাবশালী বিএনপি নেতা সরকার শহিদের নেতৃত্বাধীন অংশ ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা কমিটি বাতিল করে পুনরায় আরও একটি ঘোষণার দাবি তোলেন। কমিটি ঘোষণার একদিন পরই উপজেলা বিএনপির সদ্য ঘোষিত আহ্বায়ক  কমিটির সদস্যসচিব মো. নাসির উদ্দিন রাতের বেলায় দুর্বৃত্তের হামলার শিকার হয়ে হাসপাতালে ভর্তি হন। 

পরবর্তীতে ১৩ মার্চ বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপনের নেতৃত্বে সদস্য ঘোষিত উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত নেতা নাসির উদ্দিনকে দেখতে যান। সন্ধ্যার দিকে তিনি হাসপাতাল থেকে ফেরার পথে সাথী সিনেমা মোড়ে ক্ষুব্ধ বিএনপি নেতা-কর্মীদের হামলার শিকার হন। এ সময় ফকির মাহবুব আনাম স্বপনের গাড়ি ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় ৪ নেতা-কর্মী আহত হন। পরে উপজেলা বিএনপির আহ্বায়ক  জাকির হোসেন সরকার বাদী হয়ে মধুপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সরকার সহিদকে প্রধান আসামি করে থানায় মামলা দায়ের করেন। 

মামলা দায়েরের পর মধুপুর থানা-পুলিশ গত কয়েক দিনে ৬ জনকে গ্রেপ্তার করে। পরে গ্রেপ্তারকৃতরা টাঙ্গাইলের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। পরবর্তীতে বিজ্ঞ আদালত শর্তসাপেক্ষে তাঁদের জামিন মঞ্জুর করেন। 

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ