হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশ-আমিরাত সিরিজের সূচি প্রকাশ, খেলা কবে

ক্রীড়া ডেস্ক    

মে মাসে আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। ছবি: ক্রিকইনফো

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে বাংলাদেশ দলের আগামী এক মাস ব্যস্ত থাকবে সীমিত ওভারের ক্রিকেটে। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ দলের সেই শুরুটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ দিয়ে।

আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি) আজ এক বিবৃতিতে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ করেছে। ১৭ মে শারজায় হবে বাংলাদেশ-আমিরাত সিরিজের প্রথম টি-টোয়েন্টি। দ্বিতীয় ম্যাচ একই ভেন্যুতে হবে ১৯ মে। দুটি টি-টোয়েন্টিই বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে।

আমিরাতের বিপক্ষে সিরিজ শেষে বাংলাদেশ দলকে এরপর পাকিস্তানের বিমান ধরতে হবে। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২১ মে পাকিস্তানে পৌঁছানোর কথা শান্ত-মেহেদী হাসান মিরাজদের। ২৫ ও ২৭ মে সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি হচ্ছে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে। এরপর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ৩০ মে, ১ জুন ও ৩ জুন হবে সিরিজের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি।

বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সূচি আনুষ্ঠানিকভাবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রকাশ করেছিল পরশু। সেদিনই চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে শেষ হয় বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের দ্বিতীয় টেস্ট। মাত্র তিন দিনে শেষ হওয়া টেস্টে বাংলাদেশ জেতে ইনিংস ও ১০৬ রানে। আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের কথাও জানা যায় এই রাতে। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ সূত্রে জানা যায়, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে পাঁচ দিনের বিশ্রামে থাকছেন মিরাজরা। ৫ মে দেশে শুরু হচ্ছে বাংলাদেশ দলের প্রস্তুতি ক্যাম্প। ১৪ মে আমিরাতে রওনা দেবেন লিটন-মিরাজরা।

এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে বাংলাদেশ ও আমিরাত মুখোমুখি হয়েছে ৩ ম্যাচে। তিনটিতেই জিতেছে বাংলাদেশ। সবশেষ ২০২২ সালে আমিরাতে ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল বাংলাদেশ।

বাংলাদেশ-আরব আমিরাত টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ

তারিখ ভেন্যু

প্রথম টি-টোয়েন্টি ১৭ মে শারজা

দ্বিতীয় টি-টোয়েন্টি ১৯ মে শারজা

মোস্তাফিজ ইস্যুতে প্রশ্ন করায় বিরক্ত হলেন মোহাম্মদ নবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাসকিনকে নিয়ে শঙ্কা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনে রাজি হতে পারে আইসিসি, তবে...

রংপুর কি হ্যাটট্রিক হার এড়াতে পারবে

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

আফগান বাপ-বেটার ঔজ্জ্বল্যে নোয়াখালীর জয়

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ