হোম > খেলা > ক্রিকেট

গোলাপি বলের টেস্টেও ইংল্যান্ডকে উড়িয়ে দিল অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক    

অ্যাশেজের দ্বিতীয় টেস্টেও ইংল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। ছবি: ক্রিকইনফো

পার্থ থেকে ব্রিসবেন—ফলাফলটা একই। সিরিজের দুই টেস্টেই ইংল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। টেস্টে যে বাজবল খেলার প্রচলন ইংল্যান্ড চালু করেছে, তাদের ওপরই সেই বাজবল প্রয়োগ করেছে অজিরা।

অ্যাশেজে দুই ম্যাচেরই ফল একই হলেও পার্থক্যটা শুধু সময়ে। পার্থে সিরিজের প্রথম টেস্টে মাত্র দুই দিনেই ফল এসেছিল। সব মিলিয়ে মাত্র ৮৪৭ বল হয়েছিল সেই টেস্টে। পার্থ থেকে ৪২২৬ কিলোমিটার দূরত্বে ব্রিসবেনে এবার লড়াইটা হয়েছে গোলাপি বলে। দিবারাত্রির টেস্টে প্রথম ইনিংসে ৩৩৪ রান করেও ইংল্যান্ড থেকে গেছে পরাজিত দলে। ৮ উইকেটে জিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।

৬৫ রানের লক্ষ্যে নেমে ওয়ানডে মেজাজে ব্যাটিং করতে থাকেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার ট্রাভিস হেড ও জেক ওয়েদার‍্যাল্ড। দলীয় ৩৭ রানে প্রথম উইকেট হারায় অজিরা। ষষ্ঠ ওভারের পঞ্চম বলে হেডকে (২২) বোল্ড করেন গাস অ্যাটকিনসন। ঠিক তার পরের ওভারে মারনাস লাবুশেনেরও (৩) উইকেট নিয়েছেন অ্যাটকিনসন। তবে ম্যাচে তখন চতুর্থ দিনের তৃতীয় সেশনের খেলা রয়েছে। পঞ্চম দিনের খেলা তো বাকি রয়েছেই। ৪১ রানে ২ উইকেট হারানো অস্ট্রেলিয়া এরপর আর বেশি সময় নিল না। ৬০ বলে খেলা শেষ করে দিল অজিরা। দশম ওভারের শেষ বলে অ্যাটকিনসনকে ছক্কা মেরে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটের আয়েশি জয় এনে দেন স্মিথ। তৃতীয় উইকেটে ১৫ বলে ২৮ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন স্মিথ ও ওয়েদার‍্যাল্ড। ৯ বলে দুটি করে চার ও ছক্কায় ২৩ রান করেন স্মিথ।

দ্বিতীয় ইনিংসে ৩৫ ওভারে ৬ উইকেটে ১৩৫ রানে আজ চতুর্থ দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। ইনিংস পরাজয় এড়াতে তখনো ৪২ রান দূরে ইংলিশরা। তবে সব শঙ্কা কাটিয়ে তারা এড়িয়েছে ইনিংস পরাজয়। সপ্তম উইকেটে ২২১ বলে ৯৬ রানের জুটি গড়েন উইল জ্যাকস ও বেন স্টোকস। ৭০তম ওভারের প্রথম বলে জ্যাকসকে (৪১) ফিরিয়ে জুটি ভাঙেন মাইকেল নেসের।

জ্যাকসের বিদায়ে ইংল্যান্ডের স্কোর হয়ে যায় ৬৯.১ ওভারে ৭ উইকেটে ২২৪ রান। পরবর্তীতে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ইংলিশরা। ৭৫.২ ওভারে ২৪১ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। ইনিংস সর্বোচ্চ ৫০ রান করেন অধিনায়ক স্টোকস। ১৬.২ ওভারে ৪২ রানে নিয়েছেন ৫ উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়ার পেসার নেসের। টেস্টে এবারই প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছেন তিনি।

ব্রিসবেনে টস জিতে আগে ব্যাটিং নিয়ে ৭৬.২ ওভারে ৩৩৪ রানে গুটিয়ে গেছে ইংল্যান্ড। ২০৬ বলে ১৩৮ রান করে অপরাজিত থাকেন জো রুট। টেস্টে এটা তাঁর ৪০তম সেঞ্চুরি। মিচেল স্টার্ক ৭৫ রানে নিয়েছেন ৬ উইকেট। টেস্টে এই নিয়ে ১৮ বার ইনিংসে ৫ উইকেট নিয়েছেন। দ্বিতীয় ইনিংসে তিনি ৬৪ রানে ২ উইকেট নিয়েছেন। ১৩৯ রানে ৮ উইকেট পেয়ে ম্যাচসেরা হয়েছেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি পেসার। ব্যাটিংয়ে প্রথম ইনিংসে করেছেন ৭৭ রান। অস্ট্রেলিয়া নিজেদের প্রথম ইনিংসে ১১৭.৩ ওভারে ৫১১ রানে অলআউট হয়েছে।

দেশে খেলেই অবসর নিতে চান সাকিব

ফের মোস্তাফিজের ২ উইকেট, জয়ের অপেক্ষা ফুরাল দুবাইয়ের

আইপিএলের দলের মালিকের ‘নাক গলানো’ পছন্দ করছেন না ভারতের কোচ

সাকিব এই ভালো, এই খারাপ

জাকেরের ‘জোর করে লেগে মারতে যাওয়া’র ব্যাখ্যায় কী বললেন আশরাফুল

বিয়ে ভাঙার পর মুখ খুললেন স্মৃতি মান্ধানা

বাংলাদেশের কাছে পাত্তাই পেল না শ্রীলঙ্কা

জাকিরের সেঞ্চুরিতে শিরোপার সুবাস পাচ্ছে সিলেট

পাকিস্তানকে উড়িয়ে দিলেন বাংলাদেশের মেয়েরা

‘কে বলেছে কোহলি ১০০ সেঞ্চুরি করতে পারবে না’