হোম > বিনোদন > সিনেমা

আলোচনায় শুভ-ঐশীর অন্তরঙ্গ ছবি

বিনোদন প্রতিবেদক, ঢাকা

‘নূর’ সিনেমায় শুভ ও ঐশীর অন্তরঙ্গ সেই দৃশ্য

২০২১ সালে ‘মিশন এক্সট্রিম’ দিয়ে বড় পর্দায় অভিষেক হয় মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জান্নাতুল ফেরদৌস ঐশীর। তাঁর বিপরীতে ছিলেন আরিফিন শুভ। ২০২৩ সালে মুক্তি পাওয়া সিনেমাটির সিকুয়েলেও দেখা গেছে এই জুটিকে। সে সময় তাঁদের প্রেমের গুঞ্জনও ছড়িয়েছিল। তবে নায়ক-নায়িকা দুজনেই প্রেমের গুঞ্জন উড়িয়ে দিয়ে জানিয়েছিলেন, তাঁরা ভালো বন্ধু। এরপর থেমে যায় গুঞ্জন। সম্প্রতি দুজনের সম্পর্ক নিয়ে আবার নতুন করে শুরু হয়েছে গুঞ্জন। গতকাল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাঁদের একটি ছবি। নদীর ধারে কাশবনের মাঝখানে ঐশীকে চুমু খাচ্ছেন শুভ।

মিশন এক্সট্রিমের দুই কিস্তির পর শুভ ও ঐশী অভিনয় করেন রায়হান রাফীর ‘নূর’ সিনেমায়। চার বছর আগে শুটিং শেষ হলেও মুক্তির কোনো খবর মিলছিল না। সম্প্রতি এসেছে এই সিনেমার মুক্তির ঘোষণা। তবে প্রেক্ষাগৃহে নয়, দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপ প্লাসে। ইতিমধ্যে প্রচার পরিকল্পনা সাজানো হয়েছে। কয়েক দিন আগে প্রচারণামূলক ফটোশুটে অংশ নিয়েছেন শুভ ও ঐশী। সেই ফটোশুটের দুটি পৃথক ছবিও পোস্ট করেন নায়ক-নায়িকা। ক্যাপশনে শুভ লেখেন, ‘তোরে এত ভালোবাসি, আর বলব কতবার।’ অন্যদিকে ঐশী লেখেন, ‘যদি হারাস একটিবার, মরে যাব শতবার।’

সেই পোস্টে শুভ ও ঐশী পরিষ্কার করেননি এটা নূর সিনেমার প্রচারে করা ফটোশুটের ছবি। ফলে আবার শুরু হয় তাঁদের প্রেমচর্চা। এবার সেই গুঞ্জনের আগুনে ঢেউ তুলল দুজনের অন্তরঙ্গ ছবি। তবে এবারও তাঁদের প্রেমের গুঞ্জনটা সিলমোহর পাচ্ছে না। কারণ, ভাইরাল হওয়া ছবিটি নূর সিনেমার দৃশ্য।

গতকাল সকালে ফিল্ম এডিটর সিমিত রায় অন্তর ফেসবুকে নূর সিনেমার ফার্স্ট লুক শেয়ার করেন। ১ মিনিট ৭ সেকেন্ডের ভিডিওতে দেখা যায় শুভ-ঐশীর ওই চুমুর দৃশ্য। সেই ভিডিও থেকে চুমুর দৃশ্যের কাট করা ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

শুভ ও ঐশী দুজনেই এখন ব্যস্ত নিজেদের নতুন সিনেমা নিয়ে। শুভ শুটিং করছেন সাইফ চন্দনের নাম চূড়ান্ত না হওয়া একটি সিনেমায়। অন্যদিকে ঐশী অভিনয় করছেন সাকিব ফাহাদের ‘সোলজার’ সিনেমায়। এতে তাঁর সঙ্গে আছেন শাকিব খান।

রাক্ষস সিনেমায় অভিনয়ের গুঞ্জন নাকচ করলেন ইধিকা

বছর শেষে তানজিকার দুই ওয়েব ফিল্ম

নতুন উদ্যমে ফিরছেন তিন নায়িকা

দক্ষিণে সুপারস্টার হলেও বলিউডে উপেক্ষিত দুলকার সালমান

রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে নির্মাতা জাফর পানাহিকে কারাদণ্ড দিল ইরান

প্রিন্স সিনেমায় নাসির উদ্দিন খান, শুটিং শুরু ১৫ ডিসেম্বর

আইস্ক্রিনে আসছে শাকিবের ‘অন্তরাত্মা’

ইউরোপীয় চলচ্চিত্র উৎসবে ‘নিশি’র বাংলাদেশ প্রিমিয়ার

আসছে হৃদয় খান পরিচালিত স্বল্পদৈর্ঘ্য ‘ট্র্যাপড’

মোশাররফ করিম এবার স্ট্যান্ডআপ কমেডিয়ান