চলচ্চিত্র অভিনেতা ওমর সানীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন সংগীতশিল্পী আসিফ আকবর। গত মাসে সানীর একটি মন্তব্যের পাল্টায় তাঁকে তিনি ‘নারীশাসিত’ পুরুষ ও ‘ক্লীবলিঙ্গের মতো মানুষ’ আখ্যা দিয়েছেন। একটি টেলিভিশন পডকাস্টে আসিফের এমন মন্তব্যে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে।
ওমর সানী ও আসিফের দ্বন্দ্বের শুরু গত নভেম্বরে। সে সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালক হিসেবে যোগ দেন সংগীতশিল্পী আসিফ আকবর। যোগ দিয়েই ফুটবল নিয়ে আপত্তিকর মন্তব্য করে তোপের মুখে পড়েছিলেন।
সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় আসিফের সমালোচনা করেন অভিনেতা ওমর সানী। সেই ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘সব দোষ চেয়ারের’।
প্রায় এক মাস পর ওমর সানীর সমালোচনার জবাব দিলেন আসিফ আকবর। পডকাস্টে ওমর সানীকে ‘নারীশাসিত পুরুষ’ আখ্যা দিয়ে আসিফ বলেন, তিনি ‘সংসারটাই ঠিকমতো’ করতে পারছেন না।
ওমর সানীর সমালোচনা প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ‘উনি (ওমর সানী) আসলে সহজ-সরল মানুষ তো। চাপটাপ বিক্রি করে, ভাবছে এমন কিছু বললে বাফুফে তার চাপটাপ কিনতে পারে। নিজেই সংসার ঠিকভাবে করতে পারছে না। উনি একজন নারীশাসিত পুরুষ।’
এই সংগীতশিল্পী আরও বলেন, ‘এই ফেসবুকটা হচ্ছে উনার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। ওই লেভেলের কোনো সমালোচক উনি নন। উনার যেটা মনে হয় গাধার মতো বলতে থাকে। উনারে সমালোচনা করো, গালি দাও, কোনো বিকার নেই। এ রকম একটা ক্লীবলিঙ্গের মতো মানুষকে নিয়ে কথা না বলাই ভালো। কিন্তু আমি ওমর সানী ভাইকে ভালোবাসি।’
আসিফের এমন মন্তব্য নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। ফেসবুকে পলাশ নামে একজ লিখেছেন, ‘প্রিয় শিল্পী অহংকার পতনের মূল, নিশ্চয়ই আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না।’ অনেক আসিফকে ‘বেয়াদব’ বলে সম্বোধন করেছেন। আফরোজা আমিন লিখেছেন, ‘আপনি আমার প্রিয় শিল্পী। তাই আশা করি, কোনো প্রকার দ্বন্দ্বে আপনি জড়াবেন না। এতে নিজের ইমেজ নষ্ট হয়।’