হোম > অপরাধ > চীন

মোবাইল প্রতারকদের খপ্পড়ে বৃদ্ধা, খোয়ালেন তিন কোটি ২০ লাখ ডলার

হংকংয়ে ৯০ বছর বয়সী এক বৃদ্ধার কাছ থেকে মোবাইলে প্রতারণার মাধ্যমে  তিন কোটি ২০ লাখ ডলার হাতিয়ে নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গত ২ মার্চ ওই বৃদ্ধা হংকং পুলিশের কাছে মোবাইল প্রতারণার বিষয়ে মামলাটি করেছিলেন বলে জানিয়েছেন  মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন ।

হংকং পুলিশ বলছে জানায়,  গত বছরের ২০ আগস্ট প্রতারকরা ওই বৃদ্ধাকে ফোন দেন।  প্রতারকরা ওই বৃদ্ধাকে চীনের আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে  দিয়ে জানান যে তাঁর পরিচয় ব্যবহার করে চীনের মূল ভূখণ্ডে অপরাধ সংঘটিত করা হয়েছে।    পরে চীনের আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে একজন ব্যক্তি ওই বৃদ্ধার বাড়ি পরিদর্শন করেন । তখন ওই বৃদ্ধাকে তাঁদের সঙ্গে যোগাযোগ করার জন্য একটি মোবাইল ফোনও দিয়ে যায়। এরপর থেকেই ওই নারী ব্যাংকের মাধ্যমে ১০ বার ওই প্রতারকদেরকে ৩২ মিলিয়ন ডলার পাঠায়।

এই ঘটনার তদন্ত হচ্ছে এবং আরও গ্রেফতার করা হতে পারে বলেও হংকং পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।

চীনের সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়, হংকংয়ের সবচেয়ে ব্যয়বহুল এলাকা দ্য পিক-এ থাকেন ওই নারী।

এর আগে গত বছর অক্টোবরেও হংকংয়ে এক নারীর কাছ থেকে প্রতারণার মাধ্যমে প্রায় ৯০ লাখ ডলার হাতিয়ে নেওয়া হয়। প্রতারকরা ওই নারীকে জানায় যে তিনি চীনের মানি লন্ডারিংয়ের সঙ্গে জড়িত রয়েছে। এই ঘটনায় পরে তিন জনকে গ্রেফতার করা হয়।

হিমালয়ের গহিনে চীনের মহা শক্তিধর জলবিদ্যুৎ প্রকল্প ঘিরে রহস্য ও উদ্বেগ

ভার্চুয়াল কাপলিং: তারহীন স্বয়ংক্রিয় ট্রেন-নিয়ন্ত্রণ সিস্টেমের সফল প্রয়োগ চীনের

প্রাচীন চীনা সমাজে বলি হতেন নারী-পুরুষ উভয়ই, তবে ভিন্ন কারণে

কূটনৈতিক উত্তাপ চরমে: সাংহাইয়ের মঞ্চে গানের মাঝখানে থামিয়ে দেওয়া হলো জাপানি শিল্পীকে

হংকংয়ে অগ্নিকাণ্ড: বিতর্কের কেন্দ্রে ভবন নির্মাণে ঐতিহ্যবাহী বাঁশের মাচা

হংকংয়ের বহুতল ভবনে অগ্নিকাণ্ডে প্রাণহানি বেড়ে ১২৮

হংকংয়ে আবাসিক কমপ্লেক্সে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৯৪

হংকংয়ের অগ্নিকাণ্ডটি ১০৭ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ, নিহত বেড়ে ৬৫

হংকংয়ে বহুতল আবাসিক ভবনে আগুনে নিহত বেড়ে ৪৪, এখনো নিখোঁজ ২৭৯

‘দায়িত্বজ্ঞানহীন’ পর্যটকের মোমবাতির আগুনে পুড়ল মন্দির