হোম > অপরাধ > চট্টগ্রাম

যাত্রীবেশে পাঠাও চালকের মোটরসাইকেল ছিনতাই, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে যাত্রীবেশে রাইড শেয়ারিং অ্যাপ পাঠাও চালকের মোটরসাইকেল ও টাকা ছিনতাইয়ের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার নগরের আকবরশাহ থানার কর্নেল জোন্স রোড এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নগরের উত্তর কাট্টলী আলী চাঁদ বাড়ির রবিউল হোসেনের ছেলে ফেরদৌস মাহমুদ ইমন (২৪) এবং একই এলাকার আলী আক্কাসের ছেলে সাদ্দাম হোসেন (৩২)।

আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালী উদ্দিন আকবর বলেন, ২৬ জানুয়ারি রাতে একে খান এলাকা থেকে যাত্রীবেশে এক ছিনতাইকারী পাঠাও চালক আকতার উদ্দিনের মোটরসাইকেলে আকবরশাহ এলাকায় আসেন। সেখানে পৌঁছার পর আগে থেকে ওত পেতে থাকা আরও তিন ছিনতাইকারী মিলে পাঠাও চালককে মারধর করে তাঁর মোটরসাইকেল, মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নিয়ে যান।

এ ঘটনায় মামলার পর পুলিশ ঘটনার সঙ্গে জড়িত দুজকে গ্রেপ্তার পরে। ছিনতাইকারীদের কাছ থেকে মোটরসাইকেলে, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তার ফেরদৌসের বিরুদ্ধে নগরীর আকবরশাহ ও পাহাড়তলী থানায় ছিনতাই, ডাকাতি, অস্ত্র ও মাদকের সাতটি মামলা রয়েছে বলেও জানান ওসি।

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি