হোম > অপরাধ > চট্টগ্রাম

যাত্রীবেশে পাঠাও চালকের মোটরসাইকেল ছিনতাই, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে যাত্রীবেশে রাইড শেয়ারিং অ্যাপ পাঠাও চালকের মোটরসাইকেল ও টাকা ছিনতাইয়ের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার নগরের আকবরশাহ থানার কর্নেল জোন্স রোড এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নগরের উত্তর কাট্টলী আলী চাঁদ বাড়ির রবিউল হোসেনের ছেলে ফেরদৌস মাহমুদ ইমন (২৪) এবং একই এলাকার আলী আক্কাসের ছেলে সাদ্দাম হোসেন (৩২)।

আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালী উদ্দিন আকবর বলেন, ২৬ জানুয়ারি রাতে একে খান এলাকা থেকে যাত্রীবেশে এক ছিনতাইকারী পাঠাও চালক আকতার উদ্দিনের মোটরসাইকেলে আকবরশাহ এলাকায় আসেন। সেখানে পৌঁছার পর আগে থেকে ওত পেতে থাকা আরও তিন ছিনতাইকারী মিলে পাঠাও চালককে মারধর করে তাঁর মোটরসাইকেল, মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নিয়ে যান।

এ ঘটনায় মামলার পর পুলিশ ঘটনার সঙ্গে জড়িত দুজকে গ্রেপ্তার পরে। ছিনতাইকারীদের কাছ থেকে মোটরসাইকেলে, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তার ফেরদৌসের বিরুদ্ধে নগরীর আকবরশাহ ও পাহাড়তলী থানায় ছিনতাই, ডাকাতি, অস্ত্র ও মাদকের সাতটি মামলা রয়েছে বলেও জানান ওসি।

বাসার দরজা ভেঙে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

একমঞ্চে ৬১ চিকিৎসা গবেষণাপত্র উপস্থাপন

চবির শাটলে বসা নিয়ে বাগ্‌বিতণ্ডা, শিক্ষার্থীকে মারধর

রাউজানে ৪টি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তার গাড়িতে হামলা, একজন বলছিলেন—‘গুলি কর’

পার্বত্য চুক্তির বর্ষপূর্তির অনুষ্ঠান থেকে ফেরার পথে গ্রেপ্তার আইনজীবী জামিনে মুক্ত

চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারার প্রতিবাদে দিনে লাল পতাকা, রাতে মশাল মিছিল

চমেক হাসপাতালে সেবা বন্ধ রেখে অর্ধদিবস কর্মবিরতি

পার্টির পেছনে ইসলাম থাকলে, সেটা ইসলাম হয়ে যায় না: সালাহউদ্দিন আহমদ

সেন্ট মার্টিনে জাহাজ চলাচলের দ্বিতীয় দিনেও কোটার ৮০০ কম পর্যটক