চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের নাগদা গ্রামে পুলিশ ও এলাকাবাসীর ধাওয়া খেয়ে চোখ, মুখ, পা বাঁধা অবস্থায় পাঁচটি গরু রেখে পালিয়ে গেছে চোরের দল।
গতকাল শুক্রবার দিবাগত গভীর রাতে পশ্চিম নাগদা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, নাগদা গ্রামের আব্দুল মালেক প্রধানের বাড়ি থেকে পাঁচটি গরু বেঁধে ট্রাকে তুলে নিয়ে যাচ্ছিল চোরের দল। গরুর মালিক টের পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। এ সময় গরুগুলো পশ্চিম নাগদা রাস্তার পাশে ভুট্টা খেতে ফেলে ট্রাক নিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায় চোরের দল।
মতলব দক্ষিণ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ওই এলাকায় টহলরত পুলিশ অফিসার এএসআই সুমন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান এবং চোর ধরার জন্য এলাকাবাসীকে সঙ্গে নিয়ে বিভিন্ন পয়েন্টে তল্লাশি করে। চোরের দল ধাওয়া খেয়ে দ্রুত ট্রাক নিয়ে পালিয় যায়। পরে গরুর মালিক তাঁদের গরু নিজ দায়িত্ব নিয়ে গেছেন।