চট্টগ্রামে সম্পত্তির বিরোধের জেরে আপন ভাইকে হত্যার দায়ে অপর দুই ভাইকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ রোববার চট্টগ্রাম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ ছামিদুল ইসলাম এ রায় দেন।
একই রায়ে আসামিদের বাবা আলী আহম্মদের মৃত্যু হওয়ায় তাঁকে মামলার দায় থেকে অব্যাহতি দেওয়া হয়। আরেক ভাই মো. মোরশেদ আলমকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
আমৃত্যু কারাদণ্ডাদেশ প্রাপ্ত দুই ভাই হলেন—ফটিকছড়ি উপজেলার পাইন্দংয়ের আলী আহমেদ ওরফে ভুলুর ছেলে মো. খোরশেদ আলম ওরফে ইকবাল ও মো. এরশাদ উল্লাহ। আসামিরা জামিনে গিয়ে পলাতক থাকায় তাঁদের অনুপস্থিতে এ রায় দেওয়া হয়। অপরদিকে খালাসপ্রাপ্ত আসামি মোরশেদ আদালতে হাজির ছিলেন।
অতিরিক্ত জেলা পিপি মো. লোকমান হোসেন চৌধুরী আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন।
আদালত সূত্র জানায়, পারিবারিক সম্পত্তির বিরোধের জেরে ফটিকছড়ির পাইন্দংয়ের ডলু রাবার বাগান এলাকায় কোরবান আলীর খামার বাড়িতে কোরবান আলীকে আপন ভাই ও বাবা মিলে কুপিয়ে হত্যা করে। ২০০৩ সালের ৩১ অক্টোবর দুপুরের খাবার খেয়ে কোরবান একটা বেঞ্চিতে ঘুমাচ্ছিলেন। কোরবানের চিৎকারে তাঁর স্ত্রী রশন আরা ওরফে পটু বেগম এগিয়ে এলে বাবা-ছেলে মিলে তাঁকেও কুপিয়ে আহত করে। মুমূর্ষু দুজনকে স্থানীয়রা হাসপাতালে নেওয়ার পথে কোরবান আলী মারা যান। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ফটিকছড়ি থানায় মামলা করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা আপন তিন ভাই ও বাবার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। অভিযোগ গঠনের পর সাক্ষ্য প্রমাণে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় আদালত এ রায় দেন।