হোম > অপরাধ > চট্টগ্রাম

দুই শিশুকে যৌন নির্যাতন, যুবককে পুলিশে সোপর্দ 

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়া উপজেলায় দুই শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত যুবক মোহাম্মদ মনিরকে (৩৮) পিটুনি দিয়ে গতকাল শুক্রবার থানা-পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁর বাড়ি উপজেলার বারবাকিয়া ইউনিয়নে।

আজ শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন পেকুয়া থানার উপপরিদর্শক (এসআই) অমর চন্দ্র বিশ্বাস।

নির্যাতনের শিকার এক শিশুর বাবা বলেন, ‘গত বৃহস্পতিবার বিকেলে আমার ছেলে বাড়িতে এসে কান্নাকাটি করছিল। তখন যৌন নির্যাতনের বিষয়টি খুলে বললে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানিয়ে ওই ব্যক্তিকে খুঁজতে থাকি। পরে গত শুক্রবার রাতে মনিরকে তাঁর বাড়িতে দেখতে পেয়ে ধরে ফেলি। জোরাজুরির একপর্যায়ে মনির এলাকাবাসীর সামনে দুই শিশুকে যৌন নির্যাতনের কথা স্বীকার করেন। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করি।’

পেকুয়া থানার উপপরিদর্শক (এসআই) অমর চন্দ্র বিশ্বাস বলেন, দুই শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে স্থানীয় লোকজন এক ব্যক্তিকে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। প্রাথমিক চিকিৎসার জন্য তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ বলেন, যৌন নির্যাতন ও মারধরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে অভিযুক্ত যুবককে উদ্ধার করা হয়। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতীক বরাদ্দের আগে ভোট চাওয়ায় জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ

মোটরসাইকেল থামিয়ে ইয়াবা সেবনের জন্য ৫০০ টাকা দাবি, না দেওয়ায় খুন

চট্টগ্রাম ১৩: বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে শোকজ

মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে পাঁচজনকে কুপিয়ে জখম

চাঁদপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২ প্রার্থীকে শোকজ

চবিতে নিয়োগে অনিয়মের অভিযোগ, অভিযান চালিয়ে নথিপত্র নিল দুদক

বাঁশখালীতে ঘুষের টাকাসহ পরিবার পরিকল্পনার অফিস সহকারী আটক

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: বহিষ্কৃত ছাত্রদল নেতা বার্মা সাইফুলসহ গ্রেপ্তার ৪

কুবিতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২৫ জানুয়ারি থেকে

অলি আহমদের বিরুদ্ধে গাড়িতে হামলার অভিযোগ বিএনপির প্রার্থীর সমন্বয়কের