হোম > অপরাধ > চট্টগ্রাম

কিশোর গ্যাং লিডারদের অত্যাচারে বিচার ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুর ও রামগঞ্জ, প্রতিনিধি

লক্ষ্মীপুরে কিশোর গ্যাং লিডারদের উৎপাত ও অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসী। বিচার ও গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন কর্মসূচি পালন করছেন স্থানীয়রা। আজ বুধবার রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুরের পশ্চিম বিঘার দিঘীরপাড় এলাকায় ঘণ্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেন স্থানীয় এলাকাবাসী।

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলে বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকেরা অংশগ্রহণ করেন। মিছিলটি দিঘীরপাড় থেকে শুরু হয়ে পুনরায় আবার দিঘীরপাড় এলাকায় এসে শেষ হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় এলাকাবাসী ফয়সাল আজিজ, মুনছুর আহম্মেদ, আবুল কালাম আজাদ, আবুল কাশেম, মিজানুর রহমান, লোকমান খান ও মোনালিছা আক্তার প্রমুখ।

মানববন্ধনে স্থানীয় এলাকাবাসী ফয়সাল আজিজ বলেন, ‘দীর্ঘদিন ধরে কিশোর গ্যাং লিডারদের উৎপাতে শিক্ষা-প্রতিষ্ঠানে যেতে পারছে না শিক্ষার্থীরা। এ ছাড়া কথায় কথায় মারধর, চাঁদাবাজিসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত হয়ে পড়েছে তারা। এসব অপরাধের প্রতিবাদ করলে তাদের হাতে নানাভাবে লাঞ্ছিত হতে হচ্ছে সাধারণ মানুষকে। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয় এলাকাবাসী।

স্থানীয় এলাকাবাসী মুনছুর আহম্মেদ ও আবুল কালাম আজাদ বলেন, ‘কিশোর গ্যাং লিডারদের নেতৃত্বে রয়েছেন রবিন হাসান রব। একাধিকবার প্রশাসনকে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না। এসব কিশোর গ্যাংদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

এ বিষয়ে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক জানান, কিশোর গ্যাংদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। এসব বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। প্রতিনিয়ত এলাকায় পুলিশের টহল দিচ্ছে। এলাকায় কিশোর গ্যাংদের উৎপাত দেখা গেলে পুলিশকে জানানোর জন্য অনুরোধ করা হচ্ছে।

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির