হোম > অপরাধ > চট্টগ্রাম

ট্রাকচালক হত্যা মামলার প্রধান আসামি ‘বন্ধুকযুদ্ধে’ নিহত

প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রাকচালক হত্যা মামলার প্রধান আসামি কাজল (৪৮) র‍্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টায় বন্ধুকযুদ্ধের এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি করা হয়। 

কাজল কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার তারাকান্দি এলাকার আজিজুল হকের ছেলে। নগরীর ঝর্ণাপাড়া এলাকায় বসবাস করতেন। বন্ধুকযুদ্ধে নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক।

তিনি বলেন, সীতাকুণ্ডের ফৌজদারহাট–বায়েজিদ বোস্তামী সংযোগ সড়কে বেশ কয়েকজন ডাকাতির উদ্দেশ্যে সংঘবদ্ধ হয়েছে। জানতে পেরে ডাকাত দলকে ধরতে অভিযান চালায় র‍্যাব। টের পেয়ে ডাকাতদল ছত্রভঙ্গ হয়ে পড়ে। একপর্য়ায়ে র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। আত্মরক্ষার্থে র‍্যাবও পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে কাজলের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ।

পরিদর্শক সুমন বণিক জানান, ঘটনাস্থল থেকে উদ্ধার করা একটি বিদেশি পিস্তল, ২টি গুলি, ২টি এলজি, ১৫টি কার্তুজ, ১টি কার্তুজের খোসা, ২টি রামদা ও ১টি ছোরা সীতাকুণ্ড থানায় হস্তান্তর করেছে র‍্যাব। এ ব্যাপারে র‍্যাবের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে।

সীতাকুণ্ড থানার ওসি আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, কাজল উপজেলার ফৌজদারহাট–বায়েজিদ বোস্তামী সংযোগ সড়কে পশুবাহী ট্রাকের চালক আবদুর রহমান হত্যা মামলার প্রধান আসামি। গত বুধবার বিকালে উপজেলার শীতলপুর এলাকায় অভিযান চালিয়ে আবদুর রহমান ভুট্টো (২২) নামে আরও এক ডাকাতকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করে র‌্যাব। এ সময় তাঁর শরীরে তল্লাশি চালিয়ে উদ্ধার করা একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলিও থানায় জমা দেন তাঁরা। 

তিনি আরও বলেন, আদালতে দেওয়া চার আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উঠে আসে ট্রাক চালক আবদুর রহমানকে গুলি করেন কাজল।

গত ১৬ জুলাই ভোর ৪টার দিকে ফৌজদারহাট বায়েজিদ সংযোগ সড়কটির ৪ নম্বর সেতু এলাকায় চট্টগ্রাম নগরের বিবিরহাটগামী কোরবানির গরুবাহী ট্রাকে হামলা চালায় ডাকাত দল। গরু লুট করতে না পেরে তাঁরা ট্রাকের চালক আবদুর রহমানকে গুলি করে হত্যা করেন। নিহতের ভাই বাদী হয়ে সীতাকুণ্ড থানায় হত্যা মামলা করেন। এ ঘটনায় পুলিশ ও র‌্যাব আট আসামিকে গ্রেপ্তার করে। এর মধ্যে চারজন স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। 

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন