হোম > অপরাধ > চট্টগ্রাম

স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরমোহনা এলাকায় স্ত্রী সীমা আক্তার সিমু হত্যা মামলায় স্বামী মো. রাশেদের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এই রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জজকোর্টের পাবলিক প্রসিকিউটর মো. জসিম।

দণ্ডপ্রাপ্ত আসামি রায়পুর উপজেলার চরমোহনা এলাকার আলী হায়দরের ছেলে। রায়ের ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

আদালত ও মামলা সূত্রে জানা যায়, জেলার রায়পুর উপজেলার চরমোহনা এলাকায় ২০২০ সালের ৩ মে রাতে পারিবারিক বিরোধে স্ত্রী সীমা আক্তারকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ খাটের ওপর রেখে আত্মহত্যা বলে প্রচার করেন স্বামী রাশেদ। পরদিন সকালে সীমা আক্তারের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। ওই দিন রায়পুর থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু হয়। এর দুই মাস পর ময়নাতদন্ত শেষে সীমা আক্তারকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রতিবেদন দেয় সদর হাসপাতালের মেডিকেল বোর্ড। পরে ১৬ জুলাই পুলিশের ওই অপমৃত্যুর মামলায় রাশেদকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়। ২০২১ সালের ১৯ অক্টোবর রাশেদকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দেয় পুলিশ। দীর্ঘ শুনানি শেষে প্রায় দুই বছর পর এই মামলার রায় দেন আদালত। 

প্রসিকিউটর মো. জসিম উদ্দিন জানান, স্ত্রী হত্যা মামলায় স্বামী মো. রাশেদ যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এই রায়ে রাষ্ট্রপক্ষ ও বাদী সন্তুষ্ট প্রকাশ করেছেন বলে জানান তিনি।

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই