হোম > অপরাধ > চট্টগ্রাম

ফেনীতে সাড়ে ৯ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি

ফেনীতে ৯ হাজার ৩৩০টি ইয়াবা ও ৯০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব। গতকাল বৃহস্পতিবার রাতে ফেনী শহরের পাঠানবাড়ী এলাকায় পাঁচতলা বিল্ডিংয়ের একটি ভাড়া বাসা থেকে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন সাজেদুল আজাদ প্রকাশ দিদার (৪৫) ও ফাতেমা বেগম (৩৫)। আজাদ ফেনীর দাগনভূঞা থানার রামানন্দপুর গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে। আর ফাতেমা বেগম কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার গুণবতী এলাকার মৃত আবদুল জলিলের মেয়ে। 

র‍্যাব-৭ জানায়, কতিপয় মাদক কারবারি শহরের পাঠানবাড়ী (কদমতলা) এলাকায় বাদশা মিয়ার মসজিদসংলগ্ন একটি পাঁচতলা বিল্ডিংয়ের পাঁচতলার বাসায় একটি কক্ষের বিছানার নিচে মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে মজুত করেছেন—এমন খবরের ভিত্তিতে অভিযান পরিচালনা করে র‍্যাব। এ সময় সেখান থেকে ৯ হাজার ৩৩০টি ইয়াবা ও ৯০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ২ লাখ ৭০ হাজার টাকা জব্দ করা হয়।

র‍্যাব-৭ ফেনী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করেন পরস্পর যোগসাজশে সুকৌশলে মাদকদ্রব্য ইয়াবা কক্সবাজার থেকে এনে ফেনী, নোয়াখালীসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক কারবারি ও মাদক সেবনকারীদের কাছে বিক্রি করে আসছেন। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩৭ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা। 

র‍্যাব জানায়, আসামি সাজেদুল আজাদ প্রকাশ দিদারের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে। যার মধ্যে জেলার দাগনভূঞায় থানায় সাতটি, ফেনী মডেল থানায় তিনটি মাদক মামলা ও একটি চুরির মামলা রয়েছে। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার