হোম > অপরাধ > চট্টগ্রাম

শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে অধ্যক্ষ গ্রেপ্তার

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুরে এক শিশু শিক্ষার্থীকে (৯) যৌন হয়রানির অভিযোগে মো. নিজাম উদ্দিন (৪৮) নামের এক শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার দুপুরে তাঁকে শিক্ষার্থীর অভিভাবকেরা পুলিশে সোপর্দ করেন। তবে ওই অধ্যক্ষ এমন অভিযোগ অস্বীকার করে এটি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক বলে দাবি করেন।

অধ্যক্ষ নিজাম উদ্দিন উপজেলার কেরোয়া ইউনিয়নের দক্ষিণ কেরোয়া গ্রামের খলিল মুন্সিবাড়ির মৃত মোবারক উল্লার ছেলে। তিনি পৌর শহরের মীরগঞ্জ রোডের ‘আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ’ নামের একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ। প্রায় দেড় যুগ ধরে তিনি প্রতিষ্ঠানটির প্রধান হিসেবে দায়িত্বে রয়েছেন। তিনি জামায়াতে ইসলামীর সাবেক উপজেলা সেক্রেটারি। বর্তমানে শিক্ষকতা ছাড়াও দৈনিক সংগ্রামের রায়পুর সংবাদদাতা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদের খতিব হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।

শিশুটির পরিবার জানায়, গত বৃহস্পতিবার দুপুরে তৃতীয় শ্রেণির ওই শিক্ষার্থীকে অফিসরুমে ডেকে নিয়ে যৌন হয়রানি করেন অধ্যক্ষ নিজাম উদ্দীন। রোববার দুপুরে স্কুলে গিয়ে তাঁর কাছে জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। এর জন্য তাঁকে থানায় সোপর্দ করে মামলা করা হয়েছে। 

থানায় ছবি তোলার সময় কথা হয় অধ্যক্ষ নিজাম উদ্দিনের সঙ্গে। তিনি দাবি করেন, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। এ ধরনের কোনো ঘটনার সঙ্গে তিনি জড়িত নন।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, ওই ঘটনায় অধ্যক্ষ নিজাম উদ্দিনের বিরুদ্ধে শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে রোববার বেলা ৩টায় আদালতে পাঠানো হয়েছে।

মাতারবাড়ী ও চট্টগ্রাম বন্দর পরিদর্শনে আশিক চৌধুরী

ব্রাহ্মণবাড়িয়ায় যুবক গুলিবিদ্ধ

৩০৮৫ কোটি টাকা আত্মসাতে এস আলম ও জনতা ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে দুই মামলা

চট্টগ্রামে থানায় অসুস্থ পুলিশ সদস্যের মৃত্যু

মিয়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই ২ ট্রলারসহ আটক ২৩

হাদির ওপর হামলায় ডাকসু ভিপির জবাব চাইলেন বিএনপি নেতা, ভিডিও ভাইরাল

‘অর্থ লোপাট করে বিশ্ববিদ্যালয় গড়ার স্বপ্ন ভেঙেছেন দীপু মনি ও তাঁর ভাই’

আনোয়ারায় নিখোঁজের ৯ দিন পর খালে মিলল বৃদ্ধের লাশ

চবির উপ-উপাচার্যের বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করা হয়েছে, দাবি ১০১ শিক্ষকের

মুজিব বাহিনীর গণহত্যার প্রতিক্রিয়া ২৫ মার্চে পাকিস্তানি বাহিনীর ক্র্যাকডাউন: জামায়াত নেতা