হোম > অপরাধ > চট্টগ্রাম

খালাতো দুই বোনকে অ্যাসিড নিক্ষেপে হত্যা, দুই ভাইবোনের যাবজ্জীবন

আদালত প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে দুই বোনকে অ্যাসিড নিক্ষেপ করে মেরে ফেলার মামলায় খালাতো দুই ভাইবোনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার বেলা দেড়টার দিকে চট্টগ্রাম পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ নারগিস আক্তার আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। এ সময় প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৮ মাস করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

কারাদণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা এলাকার আব্দুল লতিফ মাস্টারের মেয়ে শারমীন ফারজানা লতিফ ওরফে সাকী (২২) ও তাঁর ছোট ভাই মুহাম্মদ ইফতেখার লতিফ ওরফে সাদী (২০)। 

আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ১০ অক্টোবর ভোরে চট্টগ্রাম নগরের চকবাজার জয়নগর এলাকার আনোয়ারুল মুবিনের বাসায় ঘুমন্ত মুনতাহা কারিনা (২০) ও সালসাবিল তাসনিমের (১৬) শরীরে আসামিরা অ্যাসিড নিক্ষেপ করেন। এতে দুই বোনের মুখ ও শরীর ঝলসে যায়। আসামি ও ভুক্তভোগীরা আপন খালাতো ভাই-বোন। কারিনার বিয়ে উপলক্ষে আসামিরা কক্সবাজারের কাকারা থেকে চট্টগ্রাম নগরের জয়নগরের ভুক্তভোগীদের বাসায় বেড়াতে এসেছিলেন। আসামি ফারজানা সাকির আগে বয়সে ছোট খালাতো বোন কারিনার বিয়ে ঠিক হওয়ায় ঈর্ষান্বিত হয়ে অ্যাসিড নিক্ষেপ করেন। এ বিষয়ে আসামি সাকীকে সহায়তা করেন তাঁর ছোট ভাই ইফতেখার। 

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা আনোয়ারুল মুবিন নগরীর পাঁচলাইশ থানায় মামলা দায়ের করেন। পরে তদন্ত কর্মকর্তা ২০২০ সালের ১৪ ডিসেম্বর দুই ভাইবোনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। পরবর্তী সময়ে ২০২১ সালের ২৮ এপ্রিল অ্যাসিড নিক্ষেপ অপরাধ দমন আইন-২০০১ এর ৫ (ক) ও ৭ ধারায় অভিযোগ এনে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। 

মামলায় ২৫ সাক্ষীর মধ্যে ২২ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন। 

অতিরিক্ত মহানগর পিপি মো. তসলিম উদ্দিন আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, পৃথক ধারায় দুই আসামিকে আরও ৭ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে ৩০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাস করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়। 

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল