হোম > অপরাধ > চট্টগ্রাম

২৪ বছর পর কলেজছাত্র হত্যার রায়, ২ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে প্রায় দুই যুগ আগে মাসুদ চৌধুরী নামে এক কলেজছাত্রকে গুলি করে হত্যার ঘটনায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ রোববার চট্টগ্রাম চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভুঞা আসামিদের বিরুদ্ধে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন মো. রফিক ও আজিম উদ্দিন রানা। একই মামলায় অনুপ মল্লিক নামে এক আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁকে খালাস দেওয়া হয়েছে।

আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের অতিরিক্ত মহানগর পিপি অ্যাডভোকেট মো. নোমান চৌধুরী। তিনি বলেন, ‘দণ্ডপ্রাপ্ত দুই আসামির মধ্যে রফিক জেলহাজতে ও আজিম উদ্দিন পলাতক রয়েছেন।’

মামলা সূত্রে জানা গেছে, ১৯৯৮ সালের ১৬ নভেম্বর চট্টগ্রামের কোতোয়ালি থানার চন্দনপুরায় দারুল উলুম মাদ্রাসার সামনে এম এ মাসুদ চৌধুরী নামে এক কলেজছাত্রকে তাঁর বাড়ির সামনে গুলি করে হত্যা করা হয়। ওই বাড়ির নিরাপত্তারক্ষী আব্দুল হালিম প্রত্যক্ষদর্শী হিসেবে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছিলেন। 

জবানবন্দিতে আব্দুল হালিমের দেওয়া তথ্য অনুযায়ী, এদিন বিকেল সাড়ে ৫টার দিকে কয়েক যুবক এসে বাসায় মাসুদ চৌধুরী আছেন কি না, জানতে চান। এ সময় তাঁর উপস্থিতির কথা জানালে তাঁরা বাড়ির সামনে অবস্থান নেন। হালিম তখন বাসার কাছেই লন্ড্রিতে কাপড় আনতে যান। কয়েক মিনিটের মধ্যে গুলির শব্দ শুনে তিনি দৌড়ে বাসার সামনে আসার সময় দেখতে পান, দুজন গুলি ছুড়তে ছুড়তে রাস্তা পার হয়ে চলে যাচ্ছেন। বাসার সামনে মাসুদের রক্তাক্ত মরদেহ দেখেন তিনি।

এ ঘটনায় মাসুদের চাচা হারুন চৌধুরী অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। ১৯৯৯ সালের ৩০ অক্টোবর পুলিশ ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেয়। এই মামলায় ২৩ জন সাক্ষীর মধ্যে রাষ্ট্রপক্ষ ১৩ জন সাক্ষী উপস্থাপন করে।

তবে, অভিযোগপত্রে আসামিরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা বলা হলেও কলেজছাত্রকে কেন হত্যা করা হয়েছে তা জানানো হয়নি বলে জানান অতিরিক্ত মহানগর পিপি নোমান চৌধুরী। 

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি