হোম > অপরাধ > চট্টগ্রাম

সুবর্ণচরে অজ্ঞান পার্টির খপ্পরে শিক্ষক

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বার নেয়াজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে স্কুল ছুটির পর জেলা শহর মাইজদির বাসায় ফেরার পথে সিএনজিচালিত অটোরিকশায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন এক স্কুলশিক্ষক। গতকাল বুধবার বিকেলের দিকে এ ঘটনা ঘটে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাসিম ফারুকী জানান, ওই শিক্ষক প্রতিদিন জেলা শহরের বাসা থেকে স্কুলে যাতায়াত করেন। গতকাল বুধবার বিকেলে স্কুল ছুটির পর সিএনজিচালিত অটোরিকশায় করে বাসায় ফিরছিলেন। সিএনজিতে থাকা অন্য তিনজন যাত্রী নিজের মধ্যে ঝগড়ায় লিপ্ত হয়ে ঐ শিক্ষককে একটি কাগজ নিতে বলেন। তিনি কাগজ নিতে অস্বীকৃতি জানালে তাঁদের ম্যানিব্যাগ থেকে একটি কাগজ বের করে শিক্ষকের হাতে জোরপূর্বক ধরিয়ে দেন। একপর্যায়ে তিনি সড়কের গতিরোধকের কাছে নেমে পড়ে মাটিতে বসে পড়েন। পরে পথচারীরা উনাকে অজ্ঞান অবস্থায় পেয়ে উদ্ধার করে। 

তাৎক্ষণিক উনাকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী সদরের একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি ধারণা করছেন, কাগজে ক্লোরোফর্ম দেওয়া ছিলো তাই তিনি অচেতন হয়ে যান। তবে তিনি চেতন অবস্থায় নেমে যাওয়ায় তাঁর কিছুই খোয়া যায়নি।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাশ আজকের পত্রিকাকে জানান, এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাঙ্গুনিয়ায় বাসের ধাক্কায় দুই স্কুলছাত্র নিহত

বিদ্যালয় নির্মাণের নামে পাহাড় কেটে সাবাড়

নির্বাচন ঘিরে চট্টগ্রাম বিমানবন্দরে প্রবেশে কড়াকড়ি

১৫ জানুয়ারি থেকে যৌথ বাহিনীর জোরালো অভিযান: ইসি সানাউল্লাহ

সন্ধ্যায় বাসা থেকে বেরিয়ে নিখোঁজ, সকালে মিলল কিশোরের গলাকাটা লাশ

দুই দিন ধরে সড়কে পড়ে ছিল কোটি টাকার মার্সিডিজ

রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা

হুম্মামের চেয়ে ৪০ গুণ বেশি সম্পদের মালিক তাঁর স্ত্রী

গ্যাস সিলিন্ডার বেশি দামে বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

আনোয়ারায় রাস্তা থেকে উদ্ধার দুই শিশুর একজনের মৃত্যু, লাশ নিতে এলেন দাদি