হোম > অপরাধ > চট্টগ্রাম

সুবর্ণচরে অজ্ঞান পার্টির খপ্পরে শিক্ষক

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বার নেয়াজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে স্কুল ছুটির পর জেলা শহর মাইজদির বাসায় ফেরার পথে সিএনজিচালিত অটোরিকশায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন এক স্কুলশিক্ষক। গতকাল বুধবার বিকেলের দিকে এ ঘটনা ঘটে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাসিম ফারুকী জানান, ওই শিক্ষক প্রতিদিন জেলা শহরের বাসা থেকে স্কুলে যাতায়াত করেন। গতকাল বুধবার বিকেলে স্কুল ছুটির পর সিএনজিচালিত অটোরিকশায় করে বাসায় ফিরছিলেন। সিএনজিতে থাকা অন্য তিনজন যাত্রী নিজের মধ্যে ঝগড়ায় লিপ্ত হয়ে ঐ শিক্ষককে একটি কাগজ নিতে বলেন। তিনি কাগজ নিতে অস্বীকৃতি জানালে তাঁদের ম্যানিব্যাগ থেকে একটি কাগজ বের করে শিক্ষকের হাতে জোরপূর্বক ধরিয়ে দেন। একপর্যায়ে তিনি সড়কের গতিরোধকের কাছে নেমে পড়ে মাটিতে বসে পড়েন। পরে পথচারীরা উনাকে অজ্ঞান অবস্থায় পেয়ে উদ্ধার করে। 

তাৎক্ষণিক উনাকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী সদরের একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি ধারণা করছেন, কাগজে ক্লোরোফর্ম দেওয়া ছিলো তাই তিনি অচেতন হয়ে যান। তবে তিনি চেতন অবস্থায় নেমে যাওয়ায় তাঁর কিছুই খোয়া যায়নি।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাশ আজকের পত্রিকাকে জানান, এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাসার দরজা ভেঙে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

একমঞ্চে ৬১ চিকিৎসা গবেষণাপত্র উপস্থাপন

চবির শাটলে বসা নিয়ে বাগ্‌বিতণ্ডা, শিক্ষার্থীকে মারধর

রাউজানে ৪টি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তার গাড়িতে হামলা, একজন বলছিলেন—‘গুলি কর’

পার্বত্য চুক্তির বর্ষপূর্তির অনুষ্ঠান থেকে ফেরার পথে গ্রেপ্তার আইনজীবী জামিনে মুক্ত

চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারার প্রতিবাদে দিনে লাল পতাকা, রাতে মশাল মিছিল

চমেক হাসপাতালে সেবা বন্ধ রেখে অর্ধদিবস কর্মবিরতি

পার্টির পেছনে ইসলাম থাকলে, সেটা ইসলাম হয়ে যায় না: সালাহউদ্দিন আহমদ

সেন্ট মার্টিনে জাহাজ চলাচলের দ্বিতীয় দিনেও কোটার ৮০০ কম পর্যটক