সীতাকুণ্ডে নাশকতার মামলায় শিবিরের সাবেক দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার ভোরে চট্টগ্রাম নগরীর হালিশহর ও বহদ্দারহাট এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যাক্তিরা হলেন, সীতাকুণ্ড ডিগ্রি কলেজ ছাত্র শিবিরের সাবেক সভাপতি মোহাম্মদ রায়হান ও উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি নিজাম উদ্দিন। বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ।
এ নিয়ে ওসি তোফায়েল আজকের পত্রিকাকে জানান, গ্রেপ্তার রায়হান মহাসড়কে নাশকতা ও বিভিন্ন অপরাধে জড়িত থাকাসহ ৩৩ মামলার আসামি। আরেক নেতা নিজাম নাশকতাসহ ১২ মামলার পলাতক আসামি। দীর্ঘদিন ধরে তাঁরা পলাতক ছিলেন।
ওসি তোফায়েল আহমেদ আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁদের অবস্থান নিশ্চিতের পর রোববার ভোরে অভিযান চালানো হয়। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে পিছু ধাওয়া করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুই জামায়াত নেতাকে রোববার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।