হোম > অপরাধ > চট্টগ্রাম

ফেনীতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৫

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি

ফেনীতে এক তরুণীকে (২৬) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে জেলার বিভিন্ন স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এর আগে গতকাল বেলা ১১টার দিকে সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের এবিএম ব্রিক ফিল্ডে ধর্ষণের এ ঘটনা ঘটে। 

গ্রেপ্তারকৃতরা হলেন নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার জামাল মিস্ত্রির ছেলে মো. সমির (২৭), আব্দুর মোনাফের ছেলে দেলোয়ার হোসেন (২২), মোহাম্মদ জহিরের ছেলে মোহাম্মদ তারেক (১৯), সুধারাম উপজেলার আব্দুস সোবানের ছেলে মোহাম্মদ রমজান আলী (১৯) ও আলী হোসেনের ছেলে মোহাম্মদ বাবু (১৯)। এ ঘটনায় পলাতক থাকা আসামিরা হলেন নোয়াখালী হাতিয়ার রুহুল আমিনের ছেলে মোহাম্মদ মেহেরাজ (৩২) ও মোহাম্মদ রিদন (৩০)। তবে রিদনের পরিচয় পায়নি পুলিশ।

মামলার বিবরণে জানা যায়, ধর্ষণের শিকার তরুণী একজন ভিক্ষুক। তাঁর গ্রামের বাড়ি চাঁদপুরের হবিগঞ্জে। বর্তমানে তিনি কুমিল্লার ধর্মপুর এলাকায় থাকেন। তাঁর স্বামী মারা গেছেন। সন্তানদের ভরণ-পোষণের জন্য তিনি ভিক্ষাবৃত্তি করেন। ওই দিন দুপুরে ভিক্ষার জন্য ফেনীর ছনুয়া এবিএম ব্রিকফিল্ডে গেলে সেখানে কয়েকজন শ্রমিক তাঁকে টাকার প্রলোভন দেখিয়ে রুমে নিয়ে ধর্ষণ করেন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় রাতেই মামলা দায়ের করেন তিনি।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী বলেন, গ্রেপ্তারকৃতদের আজ বিকেলে আদালতে পাঠানো হবে এবং রিমান্ড চাইবে পুলিশ। এ ছাড়া বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে ইটপাটকেল নিক্ষেপ, আটক ১২

হান্নান মাসউদকে ফেসবুকে হুমকি

হাদির মৃত্যুর খবরে নওফেলের বাসায় অগ্নিসংযোগ, ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ

বাহিনী নির্মূলে প্রয়োজনে চরমপন্থা অবলম্বন করতেও দ্বিধা করব না: সিএমপি কমিশনার

বিএনপির প্রার্থীকে জামায়াত মনোনীত উল্লেখ নির্বাচন কর্মকর্তার ছকে

ঘুমে পুলিশ, থানায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতার সেলফি