হোম > অপরাধ > চট্টগ্রাম

বাস থেকে যুবতীকে তুলে নিয়ে ধর্ষণ চেষ্টা, মূল আসামি গ্রেপ্তার

লক্ষ্মীপুর ও রামগঞ্জ প্রতিনিধি

লক্ষ্মীপুরে বাস থেকে যুবতীকে তুলে নিয়ে ধর্ষণ চেষ্টার ঘটনায় মূল আসামি হেলপার এমরান হোসেনকে গ্রেপ্তার করছে পুলিশ। আজ রোববার বিষয়টি নিশ্চিত করেছেন রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক।

গ্রেপ্তারকৃত এমরান হোসেন রামগঞ্জ উপজেলার পশ্চিম কাজিরখিল এলাকার মো. বিল্লাল হোসেনের ছেলে।

ওসি বলেন, এমরান হোসেনকে চট্টগ্রামের সিএমপি ডাবল মুরিং এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁকে আদালতে তোলে রিমান্ডের আবেদন করা হবে। এ ছাড়া অজ্ঞাত আরও এক আসামিকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। এর আগে এ মামলায় বাসচালক আজাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানান, চলতি বছরের ৩ জানুয়ারি রাত ৮টার দিকে নোয়াখালী সোনাইমুড়ী থেকে শ্বশুরবাড়ি সিলেটে যাওয়ার জন্য বের হন ওই নারী। বেগমগঞ্জগামী বাসে না উঠে ভুলবশত লক্ষ্মীপুরের রামগঞ্জগামী জননী পরিবহনের একটি বাসে উঠে পড়েন তিনি। পরে তাঁকে রামগঞ্জ বাসটার্মিনাল এলাকায় বাস থেকে নামিয়ে দেওয়া হয়। ঘটনাটি ওই বাসচালক আজাদ উদ্দিন ও হেলপার এমরান হোসেনকে জানালে তাঁরা যুবতীকে নোয়াখালীগামী অন্য গাড়িতে তুলে দেওয়ার কথা বলে নীলাচল পরিবহন নামে একটি খালি বাসে তুলে নেন। পরে খালি বাসে জোরপূর্বক যুবতীকে ধর্ষণের চেষ্টা চালায় বাসচালক, হেলপার ও অজ্ঞাত এক যুবক।

এ যুবতী ডাকচিৎকারে বাজারের নৈশ প্রহরী শাহাজাহান মিয়াসহ স্থানীয়রা ছুটে এসে বাসচালক আজাদ উদ্দিনকে আটক করেন। ঘটনার পরপরই মূল অভিযুক্ত এমরান হোসেন ও তাঁর সহযোগী পালিয়ে যান। বাসচালক আজাদ উদ্দিনকে আটকের সময় ধস্তাধস্তিতে শাহাজাহান মিয়া অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নৈশ প্রহরীকে মৃত্যু ঘোষণা করেন।

ঘটনার পর পুলিশ ওই যুবতীকে উদ্ধার করে রামগঞ্জ থানা-হেফাজতে নেয় এবং বাসচালক আজাদ উদ্দিনকে আটক করে। পরদিন সকালে ওই নারী বাদী হয়ে বাসচালক, হেলপার ও অজ্ঞাত এক যুবককে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ আজাদকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত