হোম > অপরাধ > চট্টগ্রাম

পদে রেখেই শিক্ষাবোর্ড সচিবের বিরুদ্ধে জালিয়াতির তদন্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

শিক্ষা বোর্ডের ফলাফল কেলেঙ্কারি, নিজ ছেলের এইচএসসির ফলাফল জালিয়াতিসহ নানা দুর্নীতির অভিযোগ রয়েছে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র নাথের বিরুদ্ধে। এবার এসব বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে তাঁকে পদে রেখেই এ তদন্ত চলবে। বিষয়টিকে ‘হাস্যকর’ বলছেন শিক্ষা বোর্ডের অনেক কর্মকর্তা। তদন্তকাজে প্রভাব বিস্তার করারও আশঙ্কা করছেন তাঁরা।

আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ–সচিব মো. শাহীনুর ইসলামের সই করা এক চিঠিতে তদন্তের এ নির্দেশ দেওয়া হয়। 

চিঠিতে বলা হয়, অধ্যাপক নারায়ণ চন্দ্ৰ নাথ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বর্তমান সচিব ও সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক। তাঁর বিরুদ্ধে পরীক্ষার ফলাফল জালিয়াতির অভিযোগ রয়েছে। এই বিষয়ে উপর্যুক্ত কর্মকর্তা দ্বারা আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত করে মতামতসহ প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

বোর্ডের একজন কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, নারায়ণ চন্দ্র নাথ বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদে আছেন। এই পদে রেখে তাঁর বিরুদ্ধে তদন্ত হাস্যকর। পদ থেকে অব্যাহতি দিয়ে তদন্ত করলে, তদন্তকাজ সুষ্ঠু হতো। 

এই সচিবের বিরুদ্ধে গত বছরের এইচএসসির রেজাল্ট কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এই ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে তার প্রমাণও মেলে। এরপরও পদোন্নতি বাগিয়ে বসেন বোর্ড সচিবের চেয়ারে। এ ছাড়া ছেলের এইচএসসি পরীক্ষার ফলাফল কারসাজি নিয়ে নতুন করে বিতর্কে জড়ান তিনি।

পরিত্যক্ত পানিতে লবণ তৈরি

মিরসরাইয়ে জমি নিয়ে বিরোধে শিশুকে আছাড় মেরে হত্যা, মাকে মারধর

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৯ জন কারাগারে

চট্টগ্রাম রুটে ফ্লাইট সংখ্যা বাড়াল নভোএয়ার

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা