লোহাগাড়া (চট্টগ্রাম): চট্টগ্রামের লোহাগাড়ায় তিনটি মন্দিরে চুরি করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাত দুটার দিকে উপজেলার বড় হাতিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হিন্দু পাড়ায় এ ঘটনা ঘটে। এ সময় স্বর্ণের চেইন, আংটি ও নগদ টাকা চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
মন্দিরে চুরির খবর পেয়ে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকারিয়া রহমান জিকু, লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহামুদ, চুনতি পুলিশ ফাঁড়ির কর্মকর্তা রাফিকুল ইসলাম জামান ও বড় হাতিয়া ইউনিয়নের চেয়ারম্যান জুনাইদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মন্দিরে চুরি হওয়ার বিষয়টি নিশ্চিত করে লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ বলেন, মন্দিরে চুরির ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে তৎপরতা চলছে।