হোম > অপরাধ > চট্টগ্রাম

অপহরণের ১৪ মাস পর তরুণী উদ্ধার

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগ থেকে অপহরণের ১৪ মাস পর এক তরুণীকে উদ্ধার করেছে ডিবি পুলিশ। গতকাল বুধবার বিকেলে নোয়াখালীর পৌর এলাকায় অভিযান চালিয়ে ওই তরুণীকে উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা (ডিবি) সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৯ ডিসেম্বর ওই তরুণী নিজ এলাকা থেকে অপহৃত হন। এ ঘটনায় জড়িতদের নাম উল্লেখ করে সেনবাগ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন ওই তরুণীর বাবা। দীর্ঘ এক বছরেও থানার পুলিশ তাঁকে উদ্ধার ও আসামিদের গ্রেপ্তার করতে পারেনি। পরে চলতি বছরের ১৪ জানুয়ারি মামলাটি জেলা গোয়েন্দা শাখায় হস্তান্তর করা হয়। 

গতকাল বিকেলে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ডিবি পুলিশের একটি টিম নোয়াখালীর পৌর এলাকায় অভিযান চালিয়ে ওই তরুণীকে উদ্ধার করে। উদ্ধারকৃত তরুণীর ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করেছেন বিজ্ঞ আদালত। গতকাল সন্ধ্যায় আদালতের মাধ্যমে ওই তরুণীকে তার বাবা-মায়ের জিম্মায় দেওয়া হয়েছে। 

ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, অপহরণের পর থেকে ওই তরুণীকে বিভিন্ন স্থানে রাখা হয়। বিভিন্ন স্থান পরিবর্তন করায় তরুণীকে উদ্ধার করতে সময় লেগেছে। অপহরণকারীদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে। 

কার্ডিকন চট্টগ্রাম-২০২৫: দেশীয় চিকিৎসার ওপর আস্থা তৈরির তাগিদ

থানচিতে ভিডব্লিউবি কর্মসূচি: সরকারি সঞ্চয়ের টাকা পাচ্ছেন না ১২০০ নারী

মাতারবাড়ী ও চট্টগ্রাম বন্দর পরিদর্শনে আশিক চৌধুরী

ব্রাহ্মণবাড়িয়ায় যুবক গুলিবিদ্ধ

৩০৮৫ কোটি টাকা আত্মসাতে এস আলম ও জনতা ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে দুই মামলা

চট্টগ্রামে থানায় অসুস্থ পুলিশ সদস্যের মৃত্যু

মিয়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই ২ ট্রলারসহ আটক ২৩

হাদির ওপর হামলায় ডাকসু ভিপির জবাব চাইলেন বিএনপি নেতা, ভিডিও ভাইরাল

‘অর্থ লোপাট করে বিশ্ববিদ্যালয় গড়ার স্বপ্ন ভেঙেছেন দীপু মনি ও তাঁর ভাই’

আনোয়ারায় নিখোঁজের ৯ দিন পর খালে মিলল বৃদ্ধের লাশ