হোম > অপরাধ > চট্টগ্রাম

অপহরণের ১৪ মাস পর তরুণী উদ্ধার

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগ থেকে অপহরণের ১৪ মাস পর এক তরুণীকে উদ্ধার করেছে ডিবি পুলিশ। গতকাল বুধবার বিকেলে নোয়াখালীর পৌর এলাকায় অভিযান চালিয়ে ওই তরুণীকে উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা (ডিবি) সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৯ ডিসেম্বর ওই তরুণী নিজ এলাকা থেকে অপহৃত হন। এ ঘটনায় জড়িতদের নাম উল্লেখ করে সেনবাগ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন ওই তরুণীর বাবা। দীর্ঘ এক বছরেও থানার পুলিশ তাঁকে উদ্ধার ও আসামিদের গ্রেপ্তার করতে পারেনি। পরে চলতি বছরের ১৪ জানুয়ারি মামলাটি জেলা গোয়েন্দা শাখায় হস্তান্তর করা হয়। 

গতকাল বিকেলে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ডিবি পুলিশের একটি টিম নোয়াখালীর পৌর এলাকায় অভিযান চালিয়ে ওই তরুণীকে উদ্ধার করে। উদ্ধারকৃত তরুণীর ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করেছেন বিজ্ঞ আদালত। গতকাল সন্ধ্যায় আদালতের মাধ্যমে ওই তরুণীকে তার বাবা-মায়ের জিম্মায় দেওয়া হয়েছে। 

ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, অপহরণের পর থেকে ওই তরুণীকে বিভিন্ন স্থানে রাখা হয়। বিভিন্ন স্থান পরিবর্তন করায় তরুণীকে উদ্ধার করতে সময় লেগেছে। অপহরণকারীদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে। 

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল