হোম > অপরাধ > চট্টগ্রাম

নারীর অশ্লীল ভিডিও ধারণ করে চাঁদা দাবি, গ্রেপ্তার ১

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে এক নারীর অশ্লীল ভিডিও ধারণ করে চাঁদা দাবির অভিযোগে আবদুল কাদের কবির (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁর কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও ১৩ হাজার টাকা জব্দ করা হয়।

আজ বুধবার সকালে গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তি সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের আলী বাহারের ছেলে। এর আগে গতকাল মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার আবদুল কাদের কবির দীর্ঘদিন ধরে ওই নারীকে বিয়ে ও তাঁর ভাইকে চাকরির প্রলোভন দেন। এ নিয়ে বিভিন্ন সময় মোট ১১ লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নেই তিনি। এরই মধ্যে তিনি মোবাইল ফোনে ওই নারীর অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করেন। কাদের একজন প্রতারক বুঝতে পেরে তাঁকে দেওয়া টাকা ফেরত চান ওই নারী। এ সময় কাদের তাঁর মোবাইল ফোনে থাকা অশ্লীল ভিডিওগুলো সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়ানোর হুমকি দিয়ে আরও টাকা দাবি করেন।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ভুক্তভোগী নারী গত ২২ মে এ ঘটনায় পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে এর সত্যতা পাওয়া যায়। পরে গতকাল মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে ইটপাটকেল নিক্ষেপ, আটক ১২

হান্নান মাসউদকে ফেসবুকে হুমকি

হাদির মৃত্যুর খবরে নওফেলের বাসায় অগ্নিসংযোগ, ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ

বাহিনী নির্মূলে প্রয়োজনে চরমপন্থা অবলম্বন করতেও দ্বিধা করব না: সিএমপি কমিশনার

বিএনপির প্রার্থীকে জামায়াত মনোনীত উল্লেখ নির্বাচন কর্মকর্তার ছকে

ঘুমে পুলিশ, থানায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতার সেলফি