হোম > অপরাধ > চট্টগ্রাম

নারীর অশ্লীল ভিডিও ধারণ করে চাঁদা দাবি, গ্রেপ্তার ১

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে এক নারীর অশ্লীল ভিডিও ধারণ করে চাঁদা দাবির অভিযোগে আবদুল কাদের কবির (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁর কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও ১৩ হাজার টাকা জব্দ করা হয়।

আজ বুধবার সকালে গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তি সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের আলী বাহারের ছেলে। এর আগে গতকাল মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার আবদুল কাদের কবির দীর্ঘদিন ধরে ওই নারীকে বিয়ে ও তাঁর ভাইকে চাকরির প্রলোভন দেন। এ নিয়ে বিভিন্ন সময় মোট ১১ লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নেই তিনি। এরই মধ্যে তিনি মোবাইল ফোনে ওই নারীর অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করেন। কাদের একজন প্রতারক বুঝতে পেরে তাঁকে দেওয়া টাকা ফেরত চান ওই নারী। এ সময় কাদের তাঁর মোবাইল ফোনে থাকা অশ্লীল ভিডিওগুলো সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়ানোর হুমকি দিয়ে আরও টাকা দাবি করেন।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ভুক্তভোগী নারী গত ২২ মে এ ঘটনায় পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে এর সত্যতা পাওয়া যায়। পরে গতকাল মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২