হোম > অপরাধ > চট্টগ্রাম

টেকনাফে আবারও এক কৃষককে অপহরণ করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে আবারও এক কৃষককে অপহরণ করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা। আজ শনিবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার হ্নীলা ইউনিয়নের মরিচ্যাঘোনায় এ ঘটনা ঘটেছে।

অপহৃত কৃষক মোহাম্মদ শফিক (৩২) হ্নীলা ইউনিয়নের মরিচ্যাঘোনা এলাকার আব্দুল গফুরের ছেলে।

হ্নীলা ইউনিয়নের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। চেয়ারম্যান জানান, এর আগে গত বৃহস্পতিবার হ্নীলা ইউনিয়নের মরিচ্যাঘোনা এলাকা থেকে চারজন কৃষককে অপহরণ করা হয়। ওই দিন অপহরণ করে নিয়ে যাওয়ার পথে কৌশলে পালিয়ে আসে মো. শাহজাহান ও মেহেদী নামের দুজন। এ ছাড়া শুক্রবার রাতে ছয় লাখ টাকা মুক্তিপণের বিনিময়ে অপহৃত বাবা ও ছেলে ছাড়া পান।

অপহৃতের বাবা আব্দুল গফুরের বরাত দিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান রাশেদ বলেন, বিকেলে হ্নীলা ইউনিয়নের মরিচ্যাঘোনা এলাকায় নিজেদের মালিকাধীন পেয়ারা বাগানে কাজ করছিলেন মোহাম্মদ শফিকসহ আরও কয়েকজন। এ সময় একদল রোহিঙ্গা সন্ত্রাসী অস্ত্রের মুখে তাঁর ছেলেকে অপহরণ করে নিয়ে যায়।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, এ ব্যাপারে কেউ থানায় অভিযোগ করেনি। তারপরও বিষয়টি খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। 

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক