হোম > অপরাধ > চট্টগ্রাম

চট্টগ্রাম বিমানবন্দর থেকে কোটি টাকার মালামালসহ আটক যাত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে মদ, সিগারেট, স্বর্ণের বার, আইফোনসহ মিজানুর রহমান নামে এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে বিজি ১৪৮ ফ্লাইটে শাহ আমানত বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। 

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে স্বর্ণের ৬টি বার, ১২টি সোনার চুড়ি, ১২টি সোনার লকেট, ১৯টি আইফোন, বিদেশি মদ, বিয়ার, সিগারেট ও মোবাইল এক্সেসরিজ। 

এ বিষয়ে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক সুলতান মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দার এয়ারপোর্ট টিম এবং সদর দপ্তরের টিম যৌথভাবে আজ সকাল থেকে বিমানবন্দরে অবস্থান নেয়। সকাল ৭টার দিকে বিজি ১৪৮ ফ্লাইট শাহ আমানত বিমানবন্দরে এসে পৌঁছায়। পরে বিমানের যাত্রী মিজানুর রহমানের কাছে থাকা হাতব্যাগে তল্লাশি চালিয়ে ৬টি স্বর্ণের বার, ১২টি সোনার চুড়ি, ১২টি সোনার লকেট ও ১৯টি আইফোন জব্দ করা হয়েছে। 

উপপরিচালক আরও বলেন, মিজানুর রহমানের লাগেজ থেকে বিদেশি মদ, বিয়ার, সিগারেট ও বিপুল পরিমাণ মোবাইল এক্সেসরিজও জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ১ কোটি টাকা। এ বিষয়ে কাস্টমস আইন ও ফৌজদারি কার্যবিধি অনুযায়ী মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনানুগ কার্যক্রম শেষে ওই যাত্রীকে থানায় সোপর্দ করা হবে। 

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে ইটপাটকেল নিক্ষেপ, আটক ১২

হান্নান মাসউদকে ফেসবুকে হুমকি

হাদির মৃত্যুর খবরে নওফেলের বাসায় অগ্নিসংযোগ, ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ

বাহিনী নির্মূলে প্রয়োজনে চরমপন্থা অবলম্বন করতেও দ্বিধা করব না: সিএমপি কমিশনার

বিএনপির প্রার্থীকে জামায়াত মনোনীত উল্লেখ নির্বাচন কর্মকর্তার ছকে

ঘুমে পুলিশ, থানায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতার সেলফি