হোম > অপরাধ > চট্টগ্রাম

চট্টগ্রাম বিমানবন্দর থেকে কোটি টাকার মালামালসহ আটক যাত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে মদ, সিগারেট, স্বর্ণের বার, আইফোনসহ মিজানুর রহমান নামে এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে বিজি ১৪৮ ফ্লাইটে শাহ আমানত বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। 

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে স্বর্ণের ৬টি বার, ১২টি সোনার চুড়ি, ১২টি সোনার লকেট, ১৯টি আইফোন, বিদেশি মদ, বিয়ার, সিগারেট ও মোবাইল এক্সেসরিজ। 

এ বিষয়ে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক সুলতান মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দার এয়ারপোর্ট টিম এবং সদর দপ্তরের টিম যৌথভাবে আজ সকাল থেকে বিমানবন্দরে অবস্থান নেয়। সকাল ৭টার দিকে বিজি ১৪৮ ফ্লাইট শাহ আমানত বিমানবন্দরে এসে পৌঁছায়। পরে বিমানের যাত্রী মিজানুর রহমানের কাছে থাকা হাতব্যাগে তল্লাশি চালিয়ে ৬টি স্বর্ণের বার, ১২টি সোনার চুড়ি, ১২টি সোনার লকেট ও ১৯টি আইফোন জব্দ করা হয়েছে। 

উপপরিচালক আরও বলেন, মিজানুর রহমানের লাগেজ থেকে বিদেশি মদ, বিয়ার, সিগারেট ও বিপুল পরিমাণ মোবাইল এক্সেসরিজও জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ১ কোটি টাকা। এ বিষয়ে কাস্টমস আইন ও ফৌজদারি কার্যবিধি অনুযায়ী মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনানুগ কার্যক্রম শেষে ওই যাত্রীকে থানায় সোপর্দ করা হবে। 

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা