হোম > অপরাধ > চট্টগ্রাম

চট্টগ্রাম বিমানবন্দর থেকে কোটি টাকার মালামালসহ আটক যাত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে মদ, সিগারেট, স্বর্ণের বার, আইফোনসহ মিজানুর রহমান নামে এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে বিজি ১৪৮ ফ্লাইটে শাহ আমানত বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। 

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে স্বর্ণের ৬টি বার, ১২টি সোনার চুড়ি, ১২টি সোনার লকেট, ১৯টি আইফোন, বিদেশি মদ, বিয়ার, সিগারেট ও মোবাইল এক্সেসরিজ। 

এ বিষয়ে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক সুলতান মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দার এয়ারপোর্ট টিম এবং সদর দপ্তরের টিম যৌথভাবে আজ সকাল থেকে বিমানবন্দরে অবস্থান নেয়। সকাল ৭টার দিকে বিজি ১৪৮ ফ্লাইট শাহ আমানত বিমানবন্দরে এসে পৌঁছায়। পরে বিমানের যাত্রী মিজানুর রহমানের কাছে থাকা হাতব্যাগে তল্লাশি চালিয়ে ৬টি স্বর্ণের বার, ১২টি সোনার চুড়ি, ১২টি সোনার লকেট ও ১৯টি আইফোন জব্দ করা হয়েছে। 

উপপরিচালক আরও বলেন, মিজানুর রহমানের লাগেজ থেকে বিদেশি মদ, বিয়ার, সিগারেট ও বিপুল পরিমাণ মোবাইল এক্সেসরিজও জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ১ কোটি টাকা। এ বিষয়ে কাস্টমস আইন ও ফৌজদারি কার্যবিধি অনুযায়ী মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনানুগ কার্যক্রম শেষে ওই যাত্রীকে থানায় সোপর্দ করা হবে। 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত

উপাচার্য-উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে চবি ছাত্রদলের অবস্থান

চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরকে শোকজ

বোয়ালখালীতে আগুনে পুড়ল গোয়ালঘরসহ ৩ বসতঘর, দগ্ধ হয়ে ৩ গরুর মৃত্যু

চট্টগ্রাম-৬: বিএনপির প্রার্থীরা কোটিপতি, জামায়াত প্রার্থীর নগদ টাকা নেই

নাব্যতা-সংকটে পায়রা বন্দরের জাহাজ ভিড়ছে চট্টগ্রামে

প্রতীক বরাদ্দের আগে ভোট চাওয়ায় জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ