হোম > অপরাধ > চট্টগ্রাম

কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটক হয়রানির অভিযোগে ২ ফটোগ্রাফার আটক

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সমুদ্র সৈকতে দুই পর্যটককে ছবি তুলে অতিরিক্ত টাকা আদায়ের চেষ্টা ও হয়রানির অভিযোগে ২ ফটোগ্রাফারকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার শহরের পর্যটন জোনের কলাতলী এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে টুরিস্ট পুলিশ।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালে সৈকতে ৩১৯ নম্বর কার্ডধারী ফটোগ্রাফার মো. গোলাম রাব্বি (২৫) একজন পর্যটকের ৪০টি ছবি তোলার মৌখিক চুক্তি করে। ছবি তোলা শেষে সে পর্যটকের কাছ থেকে অতিরিক্ত টাকা দাবি করে। দাবি অনুযায়ী টাকা না দেওয়ায় সব ছবি জোর করে মুছে ফেলে। এ ঘটনায় তাঁকে আটক করা হয়েছে।

অপরদিকে ঢাকার নবাবগঞ্জ থেকে আসা পর্যটক মো. আশিক রানা (১৯) সুগন্ধা পয়েন্টে গোসলে নামেন। এ সময় তাঁর পাশে থাকা ১০৬ নম্বর কার্ডধারী ফটোগ্রাফার মো. মতিন হাওলাদার (২৩) তার ক্যামেরায় পানি লাগার অভিযোগে পর্যটককে টেনে হিঁচড়ে ওপরে তুলে এনে ৫ হাজার টাকা দাবি করে। পরে পর্যটকেরা অভিযোগ জানালে তাকেও আটক করা হয়।

এসব ঘটনা বিষয়ে টুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, ‘পর্যটকদের সঙ্গে অশোভন আচরণ ও হয়রানির বিষয়টি জানার পরই তাদের আটক করা হয়েছে। আটক দুই ফটোগ্রাফারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’ 

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে ইটপাটকেল নিক্ষেপ, আটক ১২

হান্নান মাসউদকে ফেসবুকে হুমকি

হাদির মৃত্যুর খবরে নওফেলের বাসায় অগ্নিসংযোগ, ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ

বাহিনী নির্মূলে প্রয়োজনে চরমপন্থা অবলম্বন করতেও দ্বিধা করব না: সিএমপি কমিশনার

বিএনপির প্রার্থীকে জামায়াত মনোনীত উল্লেখ নির্বাচন কর্মকর্তার ছকে

ঘুমে পুলিশ, থানায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতার সেলফি