হোম > সারা দেশ > বান্দরবান

বান্দরবানে বন্য হাতির আক্রমণ, পদপিষ্টে নারী শ্রমিক নিহত

বান্দরবান প্রতিনিধি

প্রতীকী ছবি

বান্দরবানের লামায় বন্যা হাতির আক্রমণে নার্সারিতে কাজ করা এক নারী শ্রমিক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা কুমারী চাককাটাপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত নারীর নাম জান্নাতারা বেগম (৩৭)। তিনি কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দক্ষিণ ঘুনিয়াপাড়ার নুরুল ইসলামের মেয়ে। তিনি কুমারী চাককাটাপাড়ায় আমান উল্লাহর নার্সারিতে কাজ করতেন।

স্থানীয় বাসিন্দাদের সূত্র জানা গেছে, জান্নাতারা আজ নার্সারিতে কাজ করতে গিয়ে বন্য হাতির আক্রমণের কবলে পড়েন। তিনি হাতির পদপিষ্টে ঘটনাস্থলেই মারা যান।

ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের সদস্য আবু ওমর বলেন, বন্য হাতির দল হানা দিয়ে জানমালের ক্ষতি করছে। স্থানীয় লোকজন আতঙ্কে আছেন।

এ বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, জান্নাতারার লাশ উদ্ধার করে কোনো অভিযোগ না থাকায় স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

লামা বিভাগীয় বন কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, নিহত নারীর পরিবারকে বন বিভাগের বিধি অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে।

উল্লেখ, আবাসস্থল ও খাদ্যসংকটের কারণে হাতির দল লামার লোকালয়ে এসে হানা দিচ্ছে। এতে কিছুদিন পরপর হতাহতের ঘটনা ঘটছে।

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে ইটপাটকেল নিক্ষেপ, আটক ১২

হান্নান মাসউদকে ফেসবুকে হুমকি

হাদির মৃত্যুর খবরে নওফেলের বাসায় অগ্নিসংযোগ, ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ

বাহিনী নির্মূলে প্রয়োজনে চরমপন্থা অবলম্বন করতেও দ্বিধা করব না: সিএমপি কমিশনার