হোম > অপরাধ > চট্টগ্রাম

মাটিরাঙ্গায় সেনা অভিযানে ১০ লাখ টাকার ভারতীয় ওষুধ উদ্ধার

প্রতিনিধি

খাগড়াছড়ি : সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধ পথে নিয়ে আসা বিভিন্ন ধরনের ৮ লাখ ৬১ হাজার পিস ভারতীয় ওষুধ উদ্ধার করেছে সেনাবাহিনী। এ সময় ভারতীয় ওষুধ পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি।

গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে মাটিরাঙ্গার ইসলামপুর মেম্বারটিলা এলাকায় অভিযান চালিয়ে এসব অবৈধ ওষুধ জব্দ করে মাটিরাঙ্গা সেনা জোন।

জানা গেছে, অবৈধ পথে ভারতীয় মালামাল সীমান্ত পথ দিয়ে বাংলাদেশে আনা হচ্ছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাটিরাঙ্গা সেনা জোনের একটি টহল দল ১০ নম্বর ইসলামপুর মেম্বারপাড়া এলাকায় অভিযানে যায়। এ সময় সেনাসদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে জঙ্গলের ঝোপঝাড় থেকে পরিত্যক্ত অবস্থায় সাত বস্তা ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়।

অবৈধ পথে ভারতীয় মালামাল দেশে প্রবেশ করতে দেওয়া হবে না জানিয়ে মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোহসীন হাসান বলেন, `চোরাকারবারিদের যেকোনো মূল্যে প্রতিরোধ করা হবে। উদ্ধারকৃত ভারতীয় ওষুধের আনুমানিক বাজারমূল্য ১০ লাখ টাকা হবে।'

অভিযানকালে মাটিরাঙ্গা জোনের জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন ফুয়াদ ফয়সান রাফসান ও মাটিরাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মো. মোজাম্মেল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। পরে উদ্ধারকৃত মালামাল মাটিরাঙ্গা থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

হাদির মৃত্যুর খবরে নওফেলের বাসায় অগ্নিসংযোগ, ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ

বাহিনী নির্মূলে প্রয়োজনে চরমপন্থা অবলম্বন করতেও দ্বিধা করব না: সিএমপি কমিশনার

বিএনপির প্রার্থীকে জামায়াত মনোনীত উল্লেখ নির্বাচন কর্মকর্তার ছকে

ঘুমে পুলিশ, থানায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতার সেলফি

কুমিল্লায় বাস ধর্মঘটে অচল গণপরিবহন, চরম দুর্ভোগে যাত্রীরা

কার্ডিকন চট্টগ্রাম-২০২৫: দেশীয় চিকিৎসার ওপর আস্থা তৈরির তাগিদ

থানচিতে ভিডব্লিউবি কর্মসূচি: সরকারি সঞ্চয়ের টাকা পাচ্ছেন না ১২০০ নারী

মাতারবাড়ী ও চট্টগ্রাম বন্দর পরিদর্শনে আশিক চৌধুরী

ব্রাহ্মণবাড়িয়ায় যুবক গুলিবিদ্ধ

৩০৮৫ কোটি টাকা আত্মসাতে এস আলম ও জনতা ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে দুই মামলা