হোম > অপরাধ > চট্টগ্রাম

বৃদ্ধকে পিটিয়ে হত্যা: বাবাসহ দুই ছেলে গ্রেপ্তার 

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফৈলাকান্দি গ্রামের বৃদ্ধ আ. শুক্কুর খানকে (৬৫) পিটিয়ে হত্যার মামলায় বাবাসহ দুই ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

আজ ভোরে মারধরের শিকার শুক্কুরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

নিহতের ছেলে মো. মহিউদ্দিন খান বাদী হয়ে প্রতিবেশী মান্নান খান (৬০), তাঁর ছেলে আল-আমিন (৩৩), আহম্মদ খান (২৬), সোহাগ খান, স্ত্রী সাজেদা বেগমসহ অজ্ঞাত আরও চার-পাঁচজনের বিরুদ্ধে মতলব উত্তর থানায় হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মান্নান খান, তাঁর ছেলে আল-আমিন ও আহম্মদ হোসেন। 

বাদী মো. মহিউদ্দিন বলেন, ‘অভিযুক্তদের সঙ্গে আমাদের জমি নিয়ে বিরোধ ছিল। গত সাত-আট মাসে তা সমাধান হয়ে যায়। এরপর থেকে তাঁরা প্রায়ই হুমকি দিতেন। আজ বাবা ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বাড়ি ফেরার সময় তাঁকে মারধর করেন। চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি তাঁরা বাবাকে লাঠি দিয়ে পেটাচ্ছেন। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাই।’ 

সাদ্দাম, রাবেয়াসহ কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, মান্নান খান ও তাঁর তিন ছেলে শুক্কুরকে লাঠি দিয়ে পেটান। চিৎকার শুনে লোকজন ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। 

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বলেন, এ ঘটনায় হত্যা মামলার পর তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। 

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার