হোম > অপরাধ > চট্টগ্রাম

বৃদ্ধকে পিটিয়ে হত্যা: বাবাসহ দুই ছেলে গ্রেপ্তার 

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফৈলাকান্দি গ্রামের বৃদ্ধ আ. শুক্কুর খানকে (৬৫) পিটিয়ে হত্যার মামলায় বাবাসহ দুই ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

আজ ভোরে মারধরের শিকার শুক্কুরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

নিহতের ছেলে মো. মহিউদ্দিন খান বাদী হয়ে প্রতিবেশী মান্নান খান (৬০), তাঁর ছেলে আল-আমিন (৩৩), আহম্মদ খান (২৬), সোহাগ খান, স্ত্রী সাজেদা বেগমসহ অজ্ঞাত আরও চার-পাঁচজনের বিরুদ্ধে মতলব উত্তর থানায় হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মান্নান খান, তাঁর ছেলে আল-আমিন ও আহম্মদ হোসেন। 

বাদী মো. মহিউদ্দিন বলেন, ‘অভিযুক্তদের সঙ্গে আমাদের জমি নিয়ে বিরোধ ছিল। গত সাত-আট মাসে তা সমাধান হয়ে যায়। এরপর থেকে তাঁরা প্রায়ই হুমকি দিতেন। আজ বাবা ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বাড়ি ফেরার সময় তাঁকে মারধর করেন। চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি তাঁরা বাবাকে লাঠি দিয়ে পেটাচ্ছেন। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাই।’ 

সাদ্দাম, রাবেয়াসহ কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, মান্নান খান ও তাঁর তিন ছেলে শুক্কুরকে লাঠি দিয়ে পেটান। চিৎকার শুনে লোকজন ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। 

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বলেন, এ ঘটনায় হত্যা মামলার পর তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। 

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু

জমিয়তের কেন্দ্রীয় দুই নেতাকে দল থেকে বহিষ্কার

একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু, ‘এ’ ইউনিটের পরীক্ষা আজ

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা