হোম > অপরাধ > চট্টগ্রাম

চবিতে প্রশাসনের অভিযানে শিক্ষার্থীসহ ৩০ বহিরাগত আটক, গাঁজা উদ্ধার

চবি সংবাদদাতা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রক্টরিয়াল বডির অভিযানে বিশ্ববিদ্যালয়ের ৮ শিক্ষার্থীসহ ৩০ জনকে আটক করা হয়েছে। বহিরাগতদের মধ্যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও রয়েছেন। গতকাল শনিবার দিনব্যাপী এই অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে। তা ছাড়া এ সময় ১১টি মোবাইল ফোন, ২৮টি মোটরসাইকেল ও দুটি প্রাইভেট কার জব্দ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. লিটন মিত্র এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ক্যাম্পাসে নিয়মিত অভিযানে বায়োলজিক্যাল পুকুরপাড়, সমাজবিজ্ঞান ঝুপড়ি, উন্মুক্ত মঞ্চ, বোটানিক্যাল পুকুরপাড় ও অতীশ দীপঙ্কর হল এলাকাসহ বিভিন্ন জায়গায় অবস্থানরত ১০টি মাদকসেবী গ্রুপ থেকে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়। জব্দ গাড়িগুলোর কাগজপত্র দেখে ছেড়ে দেওয়া হয়। তবে দুটি গাড়ি আটক রাখা হয়েছে। এর মধ্যে ১৩ জনকে জিম্মানামা নিয়ে ছেড়ে দেওয়া হবে।

সহকারী প্রক্টর ড. লিটন মিত্র বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ঠিক রাখার জন্য আমরা নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করে থাকি। গোপন তথ্যের ভিত্তিতে জানতে পেরে আমরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গা থেকে ৩০ জনের বেশি বহিরাগতকে উচ্ছৃঙ্খল অবস্থায় আটক করি। বহিরাগত হোক বা শিক্ষার্থী, মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স।’

লিটন মিত্র আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যাদের কাছ থেকে আমরা মাদকদ্রব্য পেয়েছি, তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে। বহিরাগতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ।’

বাসার দরজা ভেঙে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

একমঞ্চে ৬১ চিকিৎসা গবেষণাপত্র উপস্থাপন

চবির শাটলে বসা নিয়ে বাগ্‌বিতণ্ডা, শিক্ষার্থীকে মারধর

রাউজানে ৪টি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তার গাড়িতে হামলা, একজন বলছিলেন—‘গুলি কর’

পার্বত্য চুক্তির বর্ষপূর্তির অনুষ্ঠান থেকে ফেরার পথে গ্রেপ্তার আইনজীবী জামিনে মুক্ত

চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারার প্রতিবাদে দিনে লাল পতাকা, রাতে মশাল মিছিল

চমেক হাসপাতালে সেবা বন্ধ রেখে অর্ধদিবস কর্মবিরতি

পার্টির পেছনে ইসলাম থাকলে, সেটা ইসলাম হয়ে যায় না: সালাহউদ্দিন আহমদ

সেন্ট মার্টিনে জাহাজ চলাচলের দ্বিতীয় দিনেও কোটার ৮০০ কম পর্যটক