হোম > অপরাধ > চট্টগ্রাম

বোয়ালখালীতে বাবার বিরুদ্ধে মেয়েকে ধর্ষণের অভিযোগ

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বোয়ালখালীতে নিজের স্কুলপড়ুয়া মেয়েকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। প্রবাসী ওই ব্যক্তি তাঁর প্রথম স্ত্রীর বড় মেয়ের সঙ্গে এ ঘটনা ঘটিয়েছেন বলে থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীর নানি। গতকাল সোমবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বোয়ালখালী থানায় মামলাটি করা হয়। 

অভিযুক্তের নাম মো. মাইন উদ্দিন মহিন (৫০)। 

ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা বলছে, ২০১৪ সালে প্রবাসী মাইন উদ্দিনের সঙ্গে তাঁর প্রথম স্ত্রীর ছাড়াছাড়ি হয়। ওই সংসারের দুই মেয়ে তাদের নানির কাছে থাকে। পরে মাইন উদ্দিন দ্বিতীয় বিয়ে করেছেন এবং তাঁর প্রথম স্ত্রীও অন্যত্র বিয়ে করেছেন। 

মামলার সূত্রে জানা যায়, গত কয়েক মাস আগে দেশে আসেন মাইন উদ্দিন। দেশে এসে মেয়েদের সঙ্গে যোগাযোগ করে তাঁর সঙ্গে গ্রামের বাড়িতে যাওয়ার জন্য বলেন। এতে তার বড় মেয়ে সম্মতি দিলে গত বৃহস্পতিবার বড় মেয়েকে বাড়িতে নিয়ে যান। এর পরদিন শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে নিজের বাড়ির দ্বিতীয় তলায় মেয়েকে ধর্ষণ করেন মাইন উদ্দিন। 

পরে নবম শ্রেণিতে পড়ুয়া ভুক্তভোগী (১৫) বাথরুমে গিয়ে মোবাইল ফোনে তাঁর ফুপু ও মামাকে এ ঘটনা জানায়। খবর পেয়ে মেয়ের নানি পরদিন সকালে ঘটনাস্থলে পৌঁছে নাতনিকে উদ্ধার করেন। তবে তিনি যাওয়ার আগেই মাইন উদ্দিন পালিয়ে যান। 

এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছহাব উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগ পেয়েই আসামিকে ধরতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।’

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে হৃদ্‌রোগবিষয়ক সম্মেলন শুরু ১৫ ডিসেম্বর

‘গুলি কর’ বলে কাস্টমস কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় ২ ভাড়াটে গ্রেপ্তার

মিরসরাইয়ে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ, জুলাই মঞ্চ নেতার মৃত্যু

মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সিমেন্টসহ আটক ১১

কারাবন্দী যুবক ও দুই জুলাই যোদ্ধার বিরুদ্ধে চাঁদাবাজির ‘মিথ্যা মামলা’ দেওয়ার অভিযোগ

যমুনা অয়েল: ৬ দায়িত্বে এক কর্মকর্তা, দুর্নীতির অভিযোগ

সুষ্ঠু নির্বাচন করার সক্ষমতার শঙ্কা দূর হচ্ছে না: দেবপ্রিয় ভট্টাচার্য

চট্টগ্রামে কুকুরকে গাড়িচাপায় হত্যা, ডিসি বাসভবনের প্রহরীসহ ২ জনের বিরুদ্ধে মামলার নির্দেশ

চাঁদাবাজি নিয়ে নৌ উপদেষ্টার বক্তব্যের ব্যাখ্যা চাইলেন চসিক মেয়র