চট্টগ্রামের লোহাগাড়ায় ১৫ হাজার পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে পুলিশের বিশেষ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি গাড়ি জব্দ করা হয়। আজ মঙ্গলবার সকালে তাঁদের চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন গাইবান্ধা জেলার গাইবান্ধা সদরের উত্তর ঘাগোয়া মিয়া পাড়ার মৃত নান্নু মিয়ার পুত্র মো. উজ্জ্বল মিয়া (৩৪) ও ঢাকা জেলার উত্তর যাত্রাবাড়ি জোড়া খাম্বা এলাকার হাজী মনিরুল ইসলামের পুত্র মো. নেছার আহমেদ (৩১)।
লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে পুলিশের একটি টিম চুনতি বন রেঞ্জ কর্মকর্তা কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. উজ্জ্বল মিয়াকে এবং একই স্থানে অভিযান চালিয়ে মো. নেছার আহমেদকে ১২ হাজার পিস ইয়াবাসহ আটক করে এবং পরিবহনে ব্যবহৃত একটি গাড়ি জব্দ করা হয়।
জাকের হোসাইন মাহমুদ আরও বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।