হোম > অপরাধ > চট্টগ্রাম

ফটিকছড়িতে সন্ত্রাসী হামলা ও ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ির জব্বারিয়া স্কুলসংলগ্ন বেলাল উদ্দীন চৌধুরীর ঘরে সন্ত্রাসী হামলা ও বাড়িঘর ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তাঁর স্ত্রী সালমা সুলতানা ও তাঁর পরিবার। গতকাল শনিবার রাতে এ সংবাদ সম্মেলন করা হয়। 

সংবাদ সম্মেলনে সালমা সুলতানা বলেন, ‘বাড়ির পাশের সড়কে আমার চাচাতো দেবর মুহাম্মদ ইব্রাহিম (৪০) বালু ফেলার সময় দেবর ওমর ফারুক কোন মহাল থেকে দিচ্ছেন জানতে চাইলে ক্ষিপ্ত হন তিনি। এ সময় আমার দেবরকে গালিগালাজ করেন ইব্রাহিম। এ সময় আমার স্বামী বেলাল ও দেবর উমর ফারুকের সঙ্গে ইব্রাহিমের কথা-কাটাকাটি হয়। এরই জেরে গত বৃহস্পতিবার রাতে আনোয়ার বাদশা প্রকাশ আনসু ডাকাত, আফাজ উদ্দিন, সুজন, জবিরুলসহ আরও কয়েকজন হামলাকারী বাড়ি ঘেরাও করে এবং আমার স্বামী ও দেবরকে ঘর থেকে বের হতে বলেন। তাঁরা ঘর থেকে না বের হলে হামলাকারীদের হাতে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে ফাঁকা গুলি চালান। একপর্যায়ে তাঁরা ঘরের জানালা ও কলাপসিবল গেট ভাঙচুর করে ঘরে ঢোকার চেষ্টা করেন। 
 
‘একপর্যায়ে তাঁরা ঘরে ঢুকে আমার দেবরের স্ত্রী সানজিদার ব্যবহৃত একটি স্বর্ণের চেইন ও নগদ ৮ হাজার টাকা নিয়ে যান।’ 

সালমা সুলতানা আরও বলেন, ‘আনসু ডাকাত এলাকায় ত্রাস হয়ে চললেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছেন না। তাঁর বিরুদ্ধে চুরি, ডাকাতি, মাদকসহ ৮টি মামলা রয়েছে। ঘটনার পর থেকে আমাদের প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে। এ অবস্থায় নিজেদের ও পরিবারের সদস্যদের নিরাপত্তার জন্য সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের সহায়তা কামনা করছি।’ 

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, ‘বিষয়টি নিয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ 

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে ইটপাটকেল নিক্ষেপ, আটক ১২

হান্নান মাসউদকে ফেসবুকে হুমকি

হাদির মৃত্যুর খবরে নওফেলের বাসায় অগ্নিসংযোগ, ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ

বাহিনী নির্মূলে প্রয়োজনে চরমপন্থা অবলম্বন করতেও দ্বিধা করব না: সিএমপি কমিশনার

বিএনপির প্রার্থীকে জামায়াত মনোনীত উল্লেখ নির্বাচন কর্মকর্তার ছকে

ঘুমে পুলিশ, থানায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতার সেলফি