হোম > অপরাধ > চট্টগ্রাম

ফটিকছড়িতে সন্ত্রাসী হামলা ও ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ির জব্বারিয়া স্কুলসংলগ্ন বেলাল উদ্দীন চৌধুরীর ঘরে সন্ত্রাসী হামলা ও বাড়িঘর ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তাঁর স্ত্রী সালমা সুলতানা ও তাঁর পরিবার। গতকাল শনিবার রাতে এ সংবাদ সম্মেলন করা হয়। 

সংবাদ সম্মেলনে সালমা সুলতানা বলেন, ‘বাড়ির পাশের সড়কে আমার চাচাতো দেবর মুহাম্মদ ইব্রাহিম (৪০) বালু ফেলার সময় দেবর ওমর ফারুক কোন মহাল থেকে দিচ্ছেন জানতে চাইলে ক্ষিপ্ত হন তিনি। এ সময় আমার দেবরকে গালিগালাজ করেন ইব্রাহিম। এ সময় আমার স্বামী বেলাল ও দেবর উমর ফারুকের সঙ্গে ইব্রাহিমের কথা-কাটাকাটি হয়। এরই জেরে গত বৃহস্পতিবার রাতে আনোয়ার বাদশা প্রকাশ আনসু ডাকাত, আফাজ উদ্দিন, সুজন, জবিরুলসহ আরও কয়েকজন হামলাকারী বাড়ি ঘেরাও করে এবং আমার স্বামী ও দেবরকে ঘর থেকে বের হতে বলেন। তাঁরা ঘর থেকে না বের হলে হামলাকারীদের হাতে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে ফাঁকা গুলি চালান। একপর্যায়ে তাঁরা ঘরের জানালা ও কলাপসিবল গেট ভাঙচুর করে ঘরে ঢোকার চেষ্টা করেন। 
 
‘একপর্যায়ে তাঁরা ঘরে ঢুকে আমার দেবরের স্ত্রী সানজিদার ব্যবহৃত একটি স্বর্ণের চেইন ও নগদ ৮ হাজার টাকা নিয়ে যান।’ 

সালমা সুলতানা আরও বলেন, ‘আনসু ডাকাত এলাকায় ত্রাস হয়ে চললেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছেন না। তাঁর বিরুদ্ধে চুরি, ডাকাতি, মাদকসহ ৮টি মামলা রয়েছে। ঘটনার পর থেকে আমাদের প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে। এ অবস্থায় নিজেদের ও পরিবারের সদস্যদের নিরাপত্তার জন্য সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের সহায়তা কামনা করছি।’ 

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, ‘বিষয়টি নিয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ 

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে