ফেনীর পরশুরামে আবারও এক রাতে পাঁচটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাতে পৌর এলাকার দক্ষিণ গুথুমা, বাঘমাড়া এলাকার স্থানীয় বাজারে এই ঘটনা ঘটেছে।
জানা যায়, পরশুরাম উপজেলার বক্সমাহমুদ এলাকার দক্ষিণ গুথুমা গ্রামের তসলিমের মুদি দোকান, মো. মোস্তফার দোকান, বাগমারা এলাকার আবদুল মতিনের দোকান, জমিয়ারগাঁও গ্রামের মো. হানিফের দোকান, বাঘমারা গ্রামের মো. মিয়ার দোকানে চুরি হয়।
স্থানীয় বাসিন্দা ও বক্সমাহমুদ ইউনিয়নের নবনির্বাচিত ইউপি সদস্য সরোয়ারুল করিম চৌধুরী বলেন, শনিবার গভীর রাতে দোকানের তালা ও শাটার ভেঙে ৫টি দোকানে চুরি করে নগদ টাকা, মোবাইল ফোন, মূল্যবান জিনিসপত্রসহ প্রায় এক লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়।
এই বিষয়ে পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ হোসেন বলেন, 'বক্সমাহমুদ ইউনিয়নে ৫টি দোকানে চুরির ঘটনা ঘটছে বলে শুনেছি। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ কোনো দেননি।'