হোম > অপরাধ > চট্টগ্রাম

‘আমার অবুঝ মেয়েটা পুরুষ দেখলেই ভয়ে আঁতকে ওঠে’

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রভাবশালী পরিবারের যুবক তোফায়েল মিয়ার (২০) বিরুদ্ধে। গত বুধবার রাতে শিশুটিকে ধর্ষণের অভিযোগে সরাইল থানায় মামলা করেছে ভুক্তভোগীর মা। 

অভিযুক্ত তোফায়েল উপজেলার শাহজাদাপুর গ্রামের রতন মিয়ার ছেলে। 

মামলা ও ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিবেশী হিসেবে তোফায়েল প্রায়ই শিশুটির ঘরে আসা-যাওয়া করত। গত ১ মে দুপুর সাড়ে ১২টার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে তোফায়েল দরজা বন্ধ করে শিশুটিকে ধর্ষণ করে। বিষয়টি তোফায়েলের মা-বাবাকে জানালে উল্টো মিথ্যা বলে উড়িয়ে দেন তাঁরা। শিশুর পরিবারকে গালমন্দ করে ধমকাতে থাকেন। থানায় মামলা করলে তাঁদের গ্রামছাড়া করার হুমকি দেন। এদিকে ধর্ষণের শিকার শিশুটি ক্রমেই অসুস্থ হতে থাকলে সর্দার আলী মিয়া ও মধু মিয়া শিশুর মাকে ১ হাজার ৩০০ টাকা দিয়ে চিকিৎসা করার পরামর্শ দেন এবং মামলা করতে নিষেধ করেন। পরে শিশুর মা গত ৯ মে শিশুটিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। অবশেষে গত বুধবার রাতে শিশুটিকে ধর্ষণের অভিযোগে সরাইল থানায় মামলা করেছেন ভুক্তভোগীর মা। 

মামলার বাদী ভুক্তভোগী শিশুটির মা ও বৃদ্ধ বাবা বলেন, ‘এখন আমাদের সন্তানের কী হবে! আমরা ভূমিহীন। অন্যের জায়গায় থাকি। আমরা খুবই অসহায়! আমরা এর দৃষ্টান্তমূলক বিচার চাই। আমার মেয়ের অবস্থা দিনদিন খারাপ হচ্ছে। আমার অবুঝ মেয়েটা পুরুষ দেখলেই ভয়ে আঁতকে ওঠে। সে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।’ 

শাহজাদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসমা আক্তার বলেন, ‘শিশুর বাবা আমাকে বিষয়টা জানিয়েছেন। ধর্ষণের শিকার শিশুটি এখন ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি আছে। শিশুটির অবস্থা বেশি ভালো না।’ 

এ বিষয়ে সরাইল থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, ‘ভুক্তভোগী শিশুটির মেডিকেল সম্পন্ন করেছি। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফরিন আহমেদ হ্যাপির (২য় আদালত ব্রাহ্মণবাড়িয়া) সামনে সশরীরে উপস্থিত হয়ে শিশুটি নারী ও শিশু নির্যাতন আইনের ২২ ধারায় জবানবন্দি দিয়েছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।’ 

হাদির মৃত্যুর খবরে নওফেলের বাসায় অগ্নিসংযোগ, ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ

বাহিনী নির্মূলে প্রয়োজনে চরমপন্থা অবলম্বন করতেও দ্বিধা করব না: সিএমপি কমিশনার

বিএনপির প্রার্থীকে জামায়াত মনোনীত উল্লেখ নির্বাচন কর্মকর্তার ছকে

ঘুমে পুলিশ, থানায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতার সেলফি

কুমিল্লায় বাস ধর্মঘটে অচল গণপরিবহন, চরম দুর্ভোগে যাত্রীরা

কার্ডিকন চট্টগ্রাম-২০২৫: দেশীয় চিকিৎসার ওপর আস্থা তৈরির তাগিদ

থানচিতে ভিডব্লিউবি কর্মসূচি: সরকারি সঞ্চয়ের টাকা পাচ্ছেন না ১২০০ নারী

মাতারবাড়ী ও চট্টগ্রাম বন্দর পরিদর্শনে আশিক চৌধুরী

ব্রাহ্মণবাড়িয়ায় যুবক গুলিবিদ্ধ

৩০৮৫ কোটি টাকা আত্মসাতে এস আলম ও জনতা ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে দুই মামলা