হোম > অপরাধ > চট্টগ্রাম

ইটভাটায় স্বামীকে শিকলে বেঁধে নির্যাতন, স্ত্রীকে ৯ জনে ধর্ষণের অভিযোগ

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের সদর উপজেলায় স্বামীকে শিকল দিয়ে বেঁধে নির্যাতন ও স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাতে উপজেলার চররমনী মোহন ইউনিয়নের বনফুল ব্রিকস অ্যান্ড কোম্পানি (বিবিসি) নামের একটি ইটভাটায় এ ঘটনা ঘটে। 

আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশের জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে ভুক্তভোগী নারী (২০) অভিযোগ দেন। এ ছাড়া বিকেলে তিনি সদর মডেল থানায় উপস্থিত হয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিনকে ঘটনাটি জানান। ওসি মোসলেহ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। 

ভুক্তভোগী নারীর স্বামীর (৩০) বাড়ি ভোলা জেলায়। তাঁদের সংসারে আড়াই বছরের একটি সন্তান রয়েছে। প্রায় তিন মাস আগে বিবিসি ইটভাটায় কাজের উদ্দেশ্যে আসেন। ইটভাটার পাশেই তাঁরা একটি ঘর ভাড়া নিয়ে থাকতেন। 

ভুক্তভোগী স্বামী–স্ত্রী জানান, চট্টগ্রামে আজিমপাড়া এলাকায় দিনমজুর হিসেবে কাজ করতেন স্বামী। পরিচিত এক ব্যক্তির সঙ্গে তিন মাস আগে বিবিসি ইটভাটায় কাজ করতে আসেন। তিন দিন আগে সেই ব্যক্তি পালিয়ে যান। গত মঙ্গলবার ইটভাটায় ওই নারীর স্বামী এলে ভাটার কর্মচারী জামাল মাঝি, নিজাম মাঝি ও দিনাজ তাঁর কাছে ওই লোকটির সন্ধান চান। এ সময় তাঁর পরিচয় দিতে ব্যর্থ হওয়ায় তাঁরা ওই নারীর স্বামীকে শিকল দিয়ে বেঁধে রাখেন। 

ঘরে না ফেরায় স্বামীকে খুঁজতে গতকাল বুধবার ইটভাটায় যান ওই নারী। সেখানে তাঁর স্বামীর কাছে টাকা পাবে বলে জানায় ইটভাটা কর্তৃপক্ষ। টাকা পেলেই তাঁকে ছাড়বে বলে জানানো হয়। এ কারণে তিনি স্বামীকে ছাড়িয়ে আনতে পারেননি।

সেখানে থেকে ঘরে ফিরে শিশুসন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়েন ওই নারী। গভীর রাতে জামাল মাঝি, নিজাম মাঝি ও দিনাজ ঘরে ঢুকে তাঁকে ধর্ষণ করেন। এই তিনজনের পর আরও ছয়জন তাঁকে পালাক্রমে ধর্ষণ করেন বলে অভিযোগ করেন ওই নারী।

ভুক্তভোগী নারী বলেন, ‘আমরা অগ্রিম কোনো টাকা নিইনি। তবুও তারা আমার স্বামীকে শিকল দিয়ে বেঁধে নির্যাতন করেছে। তারা ঘরে ঢুকে আমার সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক করেছে। নিরুপায় হয়ে আজ দুপুরে ৯৯৯-এ কল দিয়ে পুলিশের ও স্থানীয়দের সহযোগিতা চাই। তাঁরা ঘটনাস্থল পৌঁছে আমার স্বামীকে শিকলে বাঁধা অবস্থায় পেয়েছেন।’ 

এ ব্যাপারে জানতে চাইলে বিবিসি ইটভাটার মালিক বাহার উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘ওই নারীর স্বামীসহ আরেক ব্যক্তিকে ইটভাটায় শ্রমিক হিসেবে চুক্তিভিত্তিক নেওয়া হয়েছে। তাঁদের কাছে টাকা পাওনা থাকায় ইটভাটার কর্মচারীরা ওই নারীর স্বামীকে শিকল দিয়ে বেঁধে রাখে, এটা অন্যায় হয়েছে। তবে সংঘবদ্ধ ধর্ষণের বিষয়টি যদি সত্য হয়, তাহলে তদন্ত করে বিচার করা হোক। ইটভাটা মালিক হিসেবে আমার কোনো দোষ নেই। ষড়যন্ত্রের শিকার আমি।’ 

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, ‘কল পেয়ে পুলিশ গিয়ে ইটভাটার একটি কক্ষ থেকে ওই ব্যক্তিকে শিকলে বাঁধা অবস্থায় পেয়েছে। ভুক্তভোগী নারীর কাছ থেকে ঘটনাটি শুনেছি। ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্বামী–স্ত্রী বর্তমানে থানায় রয়েছেন। মামলার প্রস্তুতি চলছে।’ 

অভিযুক্ত ব্যক্তিরা পলাতক রয়েছেন।

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১

নোয়াখালীতে ৬২ মণ জাটকা জব্দ, আটক ৬ জনকে জরিমানা

বর্ষার দুর্ভোগ কাটাল সামিরা দুরহাট ছড়ার টেকসই ভেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত

উপাচার্য-উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে চবি ছাত্রদলের অবস্থান

চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরকে শোকজ