হোম > অপরাধ > চট্টগ্রাম

মহেশখালীতে সৎছেলের কোদালের আঘাতে নারীর মৃত্যু

প্রতিনিধি

কক্সবাজার: কক্সবাজারের মহেশখালীতে সৎছেলের কোদালের আঘাতে আহত মুর্শিদা বেগম (৪০) এক নারী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সাতদিন চিকিৎসাধীন থাকার পর গতকাল শনিবার তাঁর মৃত্যু হয়।

মুর্শিদা বেগম কালারমারছড়ার পূর্ব গোদারপাড়া এলাকার বাসিন্দা আক্তার হোসেনের দ্বিতীয় স্ত্রী। হামলাকারী আব্দুল হান্নান আক্তার হোসেনের প্রথম স্ত্রীর সন্তান। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন হান্নান।

এ ঘটনায় আজ রোববার নিহতের ভাই জহির আলম বাদী হয়ে স্থানীয় ইউপি সদস্য আমির হোসেনসহ আটজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৫ এপ্রিল রাত ২টার দিকে আক্তার হোসেনের দ্বিতীয় স্ত্রী মুর্শিদা বেগমের সঙ্গে প্রথম স্ত্রীর ছেলে আব্দুল হান্নানের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে কোদাল দিয়ে সৎমাকে আঘাত করেন হান্নান। গুরুতর আহত অবস্থায় মুর্শিদাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে সাতদিন চিকিৎসাধীন থাকার পর গতকাল শনিবার তিনি মারা যান।

এ ঘটনায় দায়ের করা মামলার আসামি ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আমির হোসেন বলেন, আমার ওয়ার্ডটি খুব বড়। এখানে সাড়ে ৬ হাজার ভোটার ও বেশকিছু পাহাড়ি এলাকা রয়েছে। যেখানে ঘটনা সংঘটিত হয়েছে সেখান থেকে আমার বাড়ির দূরত্ব দুই কিলোমিটার। এ মামলায় আমার রাজনৈতিক প্রতিপক্ষরা মিথ্যা তথ্য দিয়ে আমাকে আসামি করেছে। আমি এর সঠিক তদন্ত চাই।

মহেশখালী থানার ওসি আবদুল হাই জানান, এ ঘটনায় থানায় মামলা রুজু হয়েছে। ঘাতক হান্নানকে ধরতে পুলিশের অভিযান চলছে।

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক