হোম > অপরাধ > চট্টগ্রাম

জমি নিয়ে বিরোধে সাবেক বিজিবি সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দিতে জমি নিয়ে বিরোধে সাবেক বিজিবি সদস্য শামসুল হককে (৭৫) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সকালে পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। 

এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মারুকা ইউনিয়নের নশিপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনার পর পুলিশ রাতেই দুজনকে গ্রেপ্তার করেছে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, বসতবাড়ির আড়াই শতক জায়গার দখল নিয়ে প্রতিবেশী কামাল মিয়ার সঙ্গে শামসুল হকের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে দুই পক্ষের মধ্যে আদালতে মামলাও চলমান। গতকাল সন্ধ্যায় শামসুল হককে বাড়িতে একা পেয়ে কামাল মিয়া ও তাঁর লোকজন হামলা করে বলে স্বজনেরা জানান। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে শামসুল হক মারা যান। এ ঘটনায় কামাল মিয়া ও তাঁর স্ত্রী জাকিয়া আক্তারকে নিজ বাড়ি থেকে রাতেই আটক করে পুলিশ।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক আজকের পত্রিকাকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্বজনেরা হত্যা মামলা করেছেন। আটক কামাল মিয়া ও তাঁর স্ত্রী জাকিয়া আক্তারকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

আনোয়ারায় নিখোঁজের ৯ দিন পর খালে মিলল বৃদ্ধের লাশ

চবির উপ-উপাচার্যের বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করা হয়েছে, দাবি ১০১ শিক্ষকের

মুজিব বাহিনীর গণহত্যার প্রতিক্রিয়া ২৫ মার্চে পাকিস্তানি বাহিনীর ক্র্যাকডাউন: জামায়াত নেতা

চাকসু ভিপির দিকে তেড়ে গেলেন ছাত্রদল সভাপতি

চবির বিবৃতিতে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও শেরেবাংলা

পটিয়ায় আওয়ামী লীগের বিজয় দিবস উদ্‌যাপন, ক্ষুব্ধ জুলাই গণ-অভ্যুত্থানকারীরা

চট্টগ্রামের ফটিকছড়ি: পাহাড়-টিলা সাবাড়, ভরাট হচ্ছে পুকুর

কক্সবাজারের চকরিয়া: মাতামুহুরীতে বেড়া দিয়ে মাছ চাষ বিএনপি নেতার

শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বক্তব্য: চবি ভিসি-প্রোভিসি ৭ ঘণ্টা ধরে অবরুদ্ধ, ছাত্রদল-শিবিরের উত্তেজনা

স্ত্রীকে ‘ভাবি’ বানিয়ে মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলন, ছেলেকে বানিয়েছেন ভাতিজা