হোম > অপরাধ > চট্টগ্রাম

বাক্‌প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে তিন সন্তানের বাবা গ্রেপ্তার

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের শাহরাস্তিতে বিয়ের প্রলোভনে বাক্‌প্রতিবন্ধী কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগে তিন সন্তানের বাবা মো. মিজানকে (৪৪) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। গ্রেপ্তারকৃত মিজান উপজেলার শোরসাক গ্রামের মিয়াসাব বাড়ির মৃত নূর মোহাম্মদের ছেলে। 

শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা যায়, মিজান গত ১১ জুন দুপুরে বাক্‌প্রতিবন্ধী কিশোরীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ করেন। পরবর্তীতে ভয় দেখিয়ে তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন মিজান। এ ঘটনায় ওই কিশোরী গর্ভবতী হয়ে পড়লে তাঁর মা বিষয়টি জানতে পারেন। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সালিস করা হলে মিজান ঘটনাটি স্বীকার করেন। কিন্তু বিষয়টি নিষ্পত্তি করতে ওই কিশোরীর পরিবারকে চাপ দিতে থাকেন মিজান। এ বিষয়ে ওই ভুক্তভোগীর বাবা বাদী হয়ে গতকাল বুধবার রাত সাড়ে ৮টায় শাহরাস্তি থানায় মামলা দায়ের করেন।

মামলার ভিত্তিতে থানার উপপরিদর্শক (এস আই) মো. রোকন উদ্দিন রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করেন।

এ বিষয়ে শাহরাস্তি মডেল থানার ওসি মো. আবদুল মান্নান বলেন, অভিযুক্ত মিজানকে কোর্টহাজতে পাঠানো হয়। একই সঙ্গে ওই কিশোরীর মেডিকেল পরীক্ষার জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। 

হাদির মৃত্যুর খবরে নওফেলের বাসায় অগ্নিসংযোগ, ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ

বাহিনী নির্মূলে প্রয়োজনে চরমপন্থা অবলম্বন করতেও দ্বিধা করব না: সিএমপি কমিশনার

বিএনপির প্রার্থীকে জামায়াত মনোনীত উল্লেখ নির্বাচন কর্মকর্তার ছকে

ঘুমে পুলিশ, থানায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতার সেলফি

কুমিল্লায় বাস ধর্মঘটে অচল গণপরিবহন, চরম দুর্ভোগে যাত্রীরা

কার্ডিকন চট্টগ্রাম-২০২৫: দেশীয় চিকিৎসার ওপর আস্থা তৈরির তাগিদ

থানচিতে ভিডব্লিউবি কর্মসূচি: সরকারি সঞ্চয়ের টাকা পাচ্ছেন না ১২০০ নারী

মাতারবাড়ী ও চট্টগ্রাম বন্দর পরিদর্শনে আশিক চৌধুরী

ব্রাহ্মণবাড়িয়ায় যুবক গুলিবিদ্ধ

৩০৮৫ কোটি টাকা আত্মসাতে এস আলম ও জনতা ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে দুই মামলা