হোম > অপরাধ > চট্টগ্রাম

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে নিহতের ঘটনায় গ্রেপ্তার ৬ 

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা নগরীর কিশোর গ্যাং ‘রতন গ্রুপ’ ও ‘ঈগল গ্রুপ’-এর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক কিশোরকে কুপিয়ে খুন করা হয়। এ ঘটনায় র‍্যাব মূল আসামিসহ ছয়জনকে গ্রেপ্তার করে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করে।

আজ রোববার দুপুরে নগরীর শাকতলা র‍্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-১১, সিপিসি-২-এর কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন। 

এর আগে গতকাল শনিবার রাতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে রতন গ্রুপের ছয় আসামিকে গ্রেপ্তার করে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে দুটি সুইচ গিয়ার, চারটি বড় ছোরা একটি এন্ট্রিকাটার উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন ওই গ্রুপের দলনেতা নগরীর ফৌজদারি মফিজাবাদ কলোনির আবুল কাশেম মিয়ার ছেলে মো. রতন (২০), মো. জহির মিয়ার ছেলে মো. আকাশ হোসেন (২০), মো. শাহালম মিয়ার ছেলে মো. সিয়াম হোসেন (২০), ভাটপাড়া এলাকার মনিরুল ইসলামের ছেলে মো. তানজীদ (১৯), কালিয়াজুড়ির মৃত মো. ফয়েজ মিয়ার ছেলে মো. ইয়াসিন আরাফাত রাসেল (২১) এবং বাঘমারা এলাকার মোহন মিয়ার ছেলে আসিফ হোসেন রিফাত (১৯)। 

সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, গত শুক্রবার (১৯ আগস্ট) বিকেলে নগরীর আওয়ার লেডি অব ফাতেমা স্কুলের সামনে দুর্ধর্ষ কিশোর গ্যাং ‘রতন গ্রুপ’-এর সদস্যরা শাহাদাৎ হোসেনকে (১৭) জনবহুল রাস্তায় কুপিয়ে হত্যা করে। নিহত শাহাদাৎ হোসেন নগরীর পুরাতন চৌধুরীপাড়া এলাকার মো. শাহ আলম ভূঁইয়ার ছেলে। তিনি নগর উদ্যানের একটি রাইডের সাবেক কর্মচারী ছিলেন। এ বিষয়ে গতকাল শনিবার রাতে কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। 

এদিকে হত্যাকাণ্ডটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে গেলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। বিষয়টি অত্যন্ত হৃদয়বিদারক ও স্পর্শকাতর হওয়ায় র‍্যাব তাৎক্ষণিকভাবে তদন্তে নেমে এ হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িতদের শনাক্ত করে।

গ্রেপ্তারকৃতদের বরাত দিয়ে র‍্যাব জানায়, ‘রতন গ্রুপ’-এর সদস্যরা ২ নম্বর ওয়ার্ড এবং ‘ঈগল গ্রুপ’-এর সদস্যরা ৪ ও ৫ নম্বর ওয়ার্ড নিয়ন্ত্রণ করে। এই ওয়ার্ডগুলোর মাঝে ১০ নম্বর ওয়ার্ডের ‘ধর্মসাগর পার্ক’ অবস্থিত। পার্ক নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়ে এ দুই গ্রুপের মধ্যে একাধিকবার মারামারির ঘটনা ঘটে। এরই জের ধরে ১৯ আগস্ট ধর্মসাগর পার্ক থেকে ঈগুল গ্রুপের সদস্যদের ধাওয়া করে রতন গ্রুপ। একপর্যায়ে আওয়ার লেডি অব ফাতেমা স্কুলের সামনে ‘ঈগল গ্রুপ’-এর সদস্য শাহাদাৎ হোসেনকে কুপিয়ে হত্যা করে রতন গ্রুপের সদস্যরা।

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার