হোম > অপরাধ > চট্টগ্রাম

উখিয়ায় রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয় শিবিরে ‘আধিপত্য বিস্তারকে’ কেন্দ্র করে এক রোহিঙ্গা নেতাকে (সাব মাঝি) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলার ঘোনার পাড়া ১৮ নম্বর ক্যাম্পের এইচ-৫৬ ব্লকে কোডেক স্কুলের সামনে এ ঘটনা ঘটেছে।

নিহত মোহাম্মদ আইয়ুব (৩৫) ওই ব্লকের উপ-কমিউনিটি নেতা ছিলেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেন।

ওসি বলেন, বিকেলে উখিয়ার ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ-৫৬ ব্লকের একটি দোকানের সামনে কয়েকজন রোহিঙ্গার সঙ্গে আলাপ করছিলেন মোহাম্মদ আইয়ুব। এ সময় ১০-১২ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে মোহাম্মদ আইয়ুবকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে আহত আইয়ুবকে উদ্ধার করে ক্যাম্পসংলগ্ন স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি মোহাম্মদ আলী আরও বলেন, মোহাম্মদ আইয়ুবকে কারা এবং কী কারণে খুন করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে তিনি স্থানীয়ভাবে রোহিঙ্গা সন্ত্রাসী সংগঠন আরাকান স্যালভেশন আর্মি (আরসা) বিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এর জেরেও এ খুনের ঘটনা ঘটতে পারে।

 মরদেহ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি।

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার