কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয় শিবিরে ‘আধিপত্য বিস্তারকে’ কেন্দ্র করে এক রোহিঙ্গা নেতাকে (সাব মাঝি) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলার ঘোনার পাড়া ১৮ নম্বর ক্যাম্পের এইচ-৫৬ ব্লকে কোডেক স্কুলের সামনে এ ঘটনা ঘটেছে।
নিহত মোহাম্মদ আইয়ুব (৩৫) ওই ব্লকের উপ-কমিউনিটি নেতা ছিলেন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেন।
ওসি বলেন, বিকেলে উখিয়ার ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ-৫৬ ব্লকের একটি দোকানের সামনে কয়েকজন রোহিঙ্গার সঙ্গে আলাপ করছিলেন মোহাম্মদ আইয়ুব। এ সময় ১০-১২ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে মোহাম্মদ আইয়ুবকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে আহত আইয়ুবকে উদ্ধার করে ক্যাম্পসংলগ্ন স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি মোহাম্মদ আলী আরও বলেন, মোহাম্মদ আইয়ুবকে কারা এবং কী কারণে খুন করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে তিনি স্থানীয়ভাবে রোহিঙ্গা সন্ত্রাসী সংগঠন আরাকান স্যালভেশন আর্মি (আরসা) বিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এর জেরেও এ খুনের ঘটনা ঘটতে পারে।
মরদেহ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি।