হোম > অপরাধ > চট্টগ্রাম

কুমিল্লায় রানা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা আদর্শ সদর উপজেলার চম্পকনগর এলাকার শ্রমিক রানা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড ও চারজনকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়া দণ্ডপ্রাপ্তদের ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

আজ রোববার দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেন সরকারি সহকারী কৌশলী (এপিপি) মো. রফিকুল ইসলাম। 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—চম্পকনগর এলাকার মো. মোর্শেদ, মো. জুয়েল, মো. আলাউদ্দিন, মো. রিপন, মো. শিপন, শুভ হাসান ও মো. কাজল। 

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—মো. বাদল মিয়া, ইকবাল হোসেন, জহিরুল ইসলাম, আনোয়ার হেসেন ও মো. সোহেল মিয়া। তাদের প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড ও ৩০ হাজার টাকা অর্থ দণ্ড অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। মামলা থেকে খালাস দেওয়া হয় মো. সোহাগ, মো. শরিফ, মো. রনি ও ইসহাক মিয়াকে। 

মামলার বিবরণে জানা গেছে, ২০০৬ সালের ৩০ এপ্রিল রাতে আসামি জুয়েল মিয়া স্টিল কারখানার শ্রমিক রানা খানকে বিলে মাছ ধরার কথা বলে ডেকে নিয়ে যান। পূর্ব পরিকল্পনা অনুযায়ী আসামিরা তাঁকে হত্যা করে চম্পক নগর উত্তরন হাউজিং এর দক্ষিণ পাশে বিলে ফেলে দেয়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে ১ মে রানা খানের মরদেহ খুঁজে পেয়ে মামলা করেন নিহতের বাবা জাহাঙ্গীর খান। 

মামলার এপিপি মো. রফিকুল ইসলাম বলেন, ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর মামলায় ১৬ জন আসামির মধ্যে সাতজনকে মৃত্যুদণ্ড, পাঁচজনকে যাবজ্জীবনসহ প্রত্যক আসামিকে ৩০ হাজার টাকা করে অর্থ দণ্ডাদেশ দেওয়া হয়। এ ছাড়া খালাস দেওয়া হয় চারজনকে।

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

টেকনাফে গুলিবিদ্ধ শিশু আফনান ও মাইন বিস্ফোরণে আহত হানিফের পরিবারকে আর্থিক সহায়তা

খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসার সামনে ককটেল বিস্ফোরণের অভিযোগ

‘জীবন দিয়ে হলেও সীমান্ত রক্ষা করব’— বিজিবিতে নিয়োগ পেয়ে ফেলানীর ভাই

বিজিবির সদস্যরা কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর রক্ষক নয়: শপথ অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

ছেঁড়াদিয়া দ্বীপ: বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান