কর্ণফুলী (চট্টগ্রাম) : কর্ণফুলীতে করোনা নিষেধাজ্ঞা অমান্য করে বিয়ের আয়োজন করায় শুক্রবার বড়উঠান ইউনিয়নের দৌলতপুর এলাকার ঝুমুর কমিউনিটি সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সুকান্ত সাহা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করেন। তিনি জানান, করোনা নিষেধাজ্ঞা অমান্য করে বিয়ের আয়োজন করায় ঝুমুর কমিউনিটি সেন্টার কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা এবং অনুষ্ঠানের আয়োজক বর ও কনেপক্ষকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে কর্ণফুলী থানার পুলিশের উপসহকারী পরিদর্শক মোহাম্মদ জাহিদ, দিপু চাকমা, মোহাম্মদ সাকিলসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।